দেশেই হবে আন্তর্জাতিক মানের চিকিৎসা-গবেষণা
বাংলাদেশেই আন্তর্জাতিক মানের চিকিৎসা ও গবেষণা হবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা মো. শারফুদ্দিন আহমেদ।
তিনি বলেন, সুপার স্পেশালাইজড হাসপাতাল-২ এর কার্যক্রম এগিয়ে চলছে। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা সেবা, উচ্চতর মেডিকেল শিক্ষা এবং গবেষণা কার্যক্রমকে সমন্বয় করেই এ হাসপাতাল নির্মিত হবে।
সোমবার (৫ জুলাই) দুপুরে বিএসএমএমইউয়ের ডা. মিল্টন হলে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
শারফুদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা সেবা, শিক্ষা ও গবেষণা কার্যক্রম যেন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যায় সে লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা চাই স্পেশালাইজড হাসপাতালের মাধ্যমে বিশ্ব দরবারে জাতির পিতার নাম প্রতিষ্ঠিত হবে।
তিনি বলেন, এই হাসপাতালের মাধ্যমে দেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় যেন মর্যাদার আসনে সুপ্রতিষ্ঠিত হয় এবং দেশের মানুষ আরও বেশি করে সর্বাধুনিক চিকিৎসাসেবা পায়, সেসব বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা চাই, এখান থেকে আরও বেশি দক্ষ ও বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করতে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ।
ফাইজারের টিকা নিলেন ৬৪২ জন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে আজ (সোমবার) করোনা প্রতিরোধে প্রথম ডোজের (ফাইজারের) টিকা নিয়েছেন ৬৪২ জন এবং দ্বিতীয় ডোজের (অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা) টিকা নিয়েছেন ৮০ জন। এ নিয়ে আজ (৫ জুলাই) পর্যন্ত ফাইজারের এক হাজার ৯০২ জনসহ প্রথম ডোজের টিকা নিয়েছেন ৪৯ হাজার ৯০২ জন এবং দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৪৮ হাজার ৬৬ জন।
টিআই/আরএইচ