বিসিপিএস জুলাই সেশনের পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) জুলাই-২০২৫ এর এফসিপিএস বিভিন্ন পরীক্ষার রেজিস্ট্রেশন ও ফি জমা দেওয়ার সময় শুরু হয়েছে। যা চলবে আগামী ১৫ মে পর্যন্ত।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিসিপিএস সচিব অধ্যাপক আবুল বাশার মো. জামালের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের পরীক্ষায় এফসিপিএস পার্ট-১, এফসিপিএস মিড-টার্ম, প্রিলিমিনারি এফসিপিএস, এফসিপিএস ফাইনাল এবং এমসিপিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের ১৫ মে এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। রেজিস্ট্রেশন করতে হবে বিসিপিএসের নিজস্ব ওয়েবসাইট www.exams.bcpsbd.org এর মাধ্যমে। অনলাইনে আবেদন ছাড়া কেউ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রার্থী অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন ও পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে। এফসিপিএস পার্ট-১ পরীক্ষার জন্য নতুন প্রার্থীদের ফি ১১ হাজার টাকা এবং পুরাতন প্রার্থীদের জন্য ১০ হাজার টাকা নির্ধারিত হয়েছে। অতিরিক্ত বিষয় বা বিষয় পরিবর্তন করা প্রার্থীদের ক্ষেত্রেও ফি ১১ হাজার টাকা।
প্রিলিমিনারি এফসিপিএস পরীক্ষার ক্ষেত্রে নতুন প্রার্থীদের ফি ১৩ হাজার ৫০০ টাকা এবং পুরাতনদের জন্য ১২ হাজার টাকা ধার্য করা হয়েছে। এফসিপিএস মিড-টার্ম পরীক্ষার জন্য, যারা পাঁচ বছরের কম মেয়াদে ফেলোশিপ করেছেন এবং জানুয়ারি ২০২০ বা এর পরে পার্ট-১ শেষ করেছেন, তাদের ক্ষেত্রে নতুন প্রার্থীদের ফি ১৩ হাজার ৫০০ টাকা এবং পুরাতনদের জন্য ১২ হাজার টাকা নির্ধারিত হয়েছে।
এফসিপিএস ফাইনাল পরীক্ষায় অংশ নিতে নতুন প্রার্থীদের গুণতে হবে ১৫ হাজার টাকা এবং পুরাতনদের জন্য ফি ১৩ হাজার ৫০০ টাকা। এমসিপিএস পরীক্ষার ক্ষেত্রেও একইভাবে নতুনদের ফি ১৫ হাজার এবং পুরাতনদের জন্য ১৩ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
যেসব প্রার্থী পূর্ববর্তী ফাইনাল, প্রিলিমিনারি অথবা মিডটার্ম পরীক্ষায় লিখিত অংশে ১৫ গ্রেড অর্জন করেছেন। তারা পরবর্তী দুটি পরীক্ষায় ১২ হাজার টাকায় রেজিস্ট্রেশন ও ফি জমা দিতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
চলতি সেশনে ফেলোশিপ প্রোগ্রামের আওতায় মোট ৬৫টি এবং মেম্বারশিপ প্রোগ্রামের আওতায় ১৬টি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। তবে, একজন প্রার্থী একই সেশনে একাধিক পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন না।
রেজিস্ট্রেশন ফি পরিশোধের জন্য প্রার্থীরা বিভিন্ন ডিজিটাল পদ্ধতি ব্যবহার করতে পারবেন। এর মধ্যে রয়েছে ডেবিট ও ক্রেডিট কার্ড (ভিসা, মাস্টারকার্ড, অ্যামেক্স, নেক্সাস ইত্যাদি), ইন্টারনেট ব্যাংকিং (সিটি টাচ, এবি ডিরেক্ট, এমটিবি ইন্টারনেট ব্যাংকিং, ইসলামী ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং প্রভৃতি), ওয়ালেট সার্ভিস (আই-পে, ডি-মানি) এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (বিকাশ, নগদ, রকেট, এমক্যাশ, মাইক্যাশ, টি-ক্যাশ, শিওর ক্যাশ ও ইউ-পে)।
রেজিস্ট্রেশনের সময়সীমা শেষ হওয়ার পরও কেউ যদি দেরিতে ফি জমা দিতে চান, তাদের জন্য ৫০০ টাকা অতিরিক্ত জরিমানা সহ ২৫ মে ২০২৫ বিকেল ৫টা পর্যন্ত সময় দেওয়া হবে। তবে শুধুমাত্র পুরাতন প্রার্থীদের ক্ষেত্রেই ২৭ মে পর্যন্ত ৫০০ টাকা সংশোধনী ফি দিয়ে ফরম সংশোধনের সুযোগ থাকবে।
টিআই/এমএন