নারায়ণগঞ্জে ২৮০০ পরিবারকে ডিগনিটি কিট দিল রেড ক্রিসেন্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিপূর্ণ ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য, নিরাপত্তা ও মর্যাদাসম্পন্ন জীবন নিশ্চিত করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ‘ক্লাইমেট চেঞ্জ এডাপটেশন (সিসিএ) প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৮০০ নিম্ন আয়ের পরিবারের মধ্যে ডিগনিটি কিট বিতরণ করা হয়েছে।
বিৃটিশ রেড ক্রসের আর্থিক ও কারিগরি সহায়তায় এই কার্যক্রম আগামী ১৭ এপ্রিল পর্যন্ত চলবে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সুমিলপাড়া কাউন্সিলর অফিস মাঠে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম।
অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম বলেন, রেড ক্রিসেন্টের দেওয়া প্রতিটি কিটে রয়েছে স্যানিটারি ন্যাপকিন, সাবান, ঢাকনাসহ বালতি, টর্চলাইট, অন্তর্বাসসহ বিভিন্ন স্বাস্থ্যসম্মত উপকরণ—যা নারীদের স্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে। এ উদ্যোগ নারীদের স্বাস্থ্যঝুঁকি কমিয়ে মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বাড়িয়ে সমাজে একটি স্বাস্থ্যকর পরিবেশ গঠনে ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, এই ডিগনিটি কিট শুধু কিছু উপকরণ নয়—এটি নারীদের প্রতি আমাদের সম্মান ও দায়িত্ববোধের প্রতীক। রেড ক্রিসেন্ট দীর্ঘদিন ধরে দুর্যোগ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ মানুষের পাশে রয়েছে। এ কর্মসূচিও তারই অংশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্টের ডিসিআরএম বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ট্রেজারার মুহাম্মদ আমিনুল ইসলাম, ব্যবস্থাপনা পর্ষদের সদস্য ডা. মাহমুদা আলম মিতু, মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম এনডিসি এবং নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর হুসাইন।
আরও পড়ুন
উল্লেখ্য, ২০২২ সাল থেকে রেড ক্রিসেন্টের সিসিএ প্রকল্প নারায়ণগঞ্জের সুমিলপাড়া, চর সুমিলপাড়া ও ঋষিপাড়া এলাকায় জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক ও সহায়ক কার্যক্রম বাস্তবায়ন করছে। স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণে একটি সুস্থ, সচেতন ও মর্যাদাসম্পন্ন সমাজ গঠনে কাজ করছে সংস্থাটি।
টিআই/এমএন