মিয়ানমার-থাইল্যান্ডে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিল বাংলাদেশ

মিয়ানমার ও থাইল্যান্ডে ২৮ মার্চ সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ সরকার প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা মূল্যের মানবিক সহায়তা পাঠিয়েছে। এর মধ্যে রয়েছে জরুরি জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ধরনের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম। প্রধান উপদেষ্টার নির্দেশে সশস্ত্র বাহিনীর সহায়তায় দ্রুত এই সহায়তা পাঠানো হয়।
রোববার (৬ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এতে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তর থেকে ৮ সদস্যের একটি বিশেষ মেডিকেল টিম গত ২ এপ্রিল মিয়ানমারে পাঠানো হয়। তারা সেখানে বিভিন্ন হাসপাতালের আহতদের চিকিৎসা দিচ্ছেন, জটিল কিছু অস্ত্রোপচারও সম্পন্ন করছেন। বাংলাদেশি টিমটি বর্তমানে ১০০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, ৫০ শয্যাবিশিষ্ট যুব থিরি জেনারেল হাসপাতাল এবং ১০০ শয্যাবিশিষ্ট লি ওয়ে হাসপাতাল—এই তিনটি স্থানে চিকিৎসাসেবা প্রদান করছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তারা প্রতিদিনই অসংখ্য রোগীকে সেবা দিচ্ছেন।
আরও পড়ুন
এদিকে, বাংলাদেশের এই মানবিক সহায়তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে মিয়ানমারের স্বাস্থ্যমন্ত্রী ডা. থেত খাইং উইন বাংলাদেশি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন।
এসময় বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ অতীতের মতো ভবিষ্যতেও যেকোনো মানবিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত দেশের পাশে থাকবে।
মেডিকেল টিমের সদস্যরা হলেন- ডা. মনিরুল ইসলাম (সহযোগী অধ্যাপক, নিউরোসার্জারি), ডা. এ কে এম ফেরদৌস রহমান (সহযোগী অধ্যাপক, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন), ডা. মোহাম্মদ আরিফ হোসেন (সহকারী অধ্যাপক, ক্যাসুয়াল্টি), ডা. হাসান মাহবুব (জুনিয়র কনসালটেন্ট, নিউরোসার্জারি), ডা. আরিফ উদ্দিন (জুনিয়র কনসালটেন্ট, এনেস্থেশিয়া), মিরা ব্যাপারি (সিনিয়র স্টাফ নার্স), নুপুর বিশ্বাস (সিনিয়র স্টাফ নার্স) এবং মো. মামুন আকন (সিনিয়র স্টাফ নার্স)।
এছাড়াও এই চিকিৎসা সেবা কার্যক্রমে পর্যবেক্ষণ ও তদারকিতে রয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরসহ আরও অনেকে।
টিআই/এমএসএ