ঈদ ছুটিতেও ২ সহস্রাধিক রোগী চিকিৎসা নিয়েছে বিএমইউ আউটডোরে

ঈদের ছুটিতেও চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতাল। ছুটির মধ্যেও হাসপাতালের আউটডোর বিভাগ থেকে দুই হাজারের বেশি রোগী চিকিৎসা নিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ঈদের দিনসহ ছুটির পুরো সময়েও জরুরি বিভাগ ও আউটডোরে নিয়মিত সেবা দেওয়া হয়েছে। বিশেষ করে ডায়রিয়া, জ্বর, সর্দি-কাশি, উচ্চ রক্তচাপ এবং দুর্ঘটনায় আহত রোগীরা বেশি চিকিৎসা নিয়েছেন।
বিজ্ঞাপন
শুক্রবার (৪ এপ্রিল) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতরের ছুটির দিনগুলোতে চিকিৎসা ব্যবস্থার কোনো ঘাটতি না হয় সেজন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। সে অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ রোগীদের সুবিধার্থে ২৯ মার্চ ও ২ এপ্রিল খোলা ছিল। শনিবার ও বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বহির্বিভাগে দুই হাজারের বেশি রোগীর চিকিৎসাসেবা প্রদান করেন বিএমইউর চিকিৎসকরা। এছাড়া প্রতিদিনই বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা রয়েছে এবং সেখানে ইনডোরে চিকিৎসাধীন রোগীদের ও জরুরি বিভাগে আগত রোগীদের চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। হাসপাতালের জরুরি ল্যাব কার্যক্রম সেবাও চালু রয়েছে।
বিজ্ঞাপন
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদের ছুটিতে প্রায় প্রতিদিনই অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম হাসপাতালে এসেছেন এবং রোগীদের চিকিৎসাসেবার খোঁজ-খবর নিয়েছেন। এমনকি ঈদের দিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশে বিএমইউতে চিকিৎসাধীন ছাত্র জনতার অভ্যুত্থানে আহত যোদ্ধারাসহ সব রোগীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ঈদের দিন উপাচার্যের পক্ষ থেকে শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগ, শিশু নেফ্রোলজি বিভাগে চিকিৎসাধীন শিশুদের ঈদের উপহার দেওয়া হয়। এ সময় বিএমইউতে চিকিৎসাধীন ছাত্র জনতার অভ্যুত্থানে আহত যোদ্ধাদেরও সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এ প্রসঙ্গে বিএমইউ উপাচার্য বলেন, রোগীদের সেবা নিশ্চিতে আমাদের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করেছেন। ঈদের ছুটিতেও স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিলাম
বিজ্ঞাপন
রোগীদের অনেকেই হাসপাতালের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, ছুটির দিনগুলোতে চিকিৎসা পাওয়া কঠিন হলেও বিএমইউ আউটডোর বিভাগ সেই সংকট দূর করেছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, ঈদের ছুটির পর আউটডোর বিভাগে রোগীর সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
টিআই/এআইএস