২ হাজার কিমি দূর থেকে হার্টের অপারেশন করলেন চিকিৎসক, যেভাবে হলো

রোগী রয়েছেন দুই হাজার কিমি দূরে। আর এত দূর থেকেই রোগীর হার্টের অস্ত্রোপচার করলেন চিকিৎসক। শুনতে অবাক লাগলেও রোবোটিক কার্ডিয়াক টেলিসার্জারিতে এক প্রকার এই অসাধ্যই সাধন হয়েছে বলা যায়।
বিজ্ঞাপন
ইউরোলজি, শল্য, হৃদরোগ, গ্যাস্ট্রোএন্টেরোলজি, স্ত্রী রোগ, কিডনি এবং হেড অ্যান্ড নেক, স্তন, কোলন-ক্যানসারের জটিল অস্ত্রোপচারে রোবোটিক সার্জারির প্রয়োজনীয়তা ক্রমশ বাড়ছে। কম সময়ে নিখুঁত অস্ত্রোপচারের জন্য এখন রোবোটিক সার্জারিকেই বেছে নেওয়া হচ্ছে। তবে রোবোটিক টেলিসার্জারি আরও উন্নত পদ্ধতি। এ ক্ষেত্রে বহু দূরে বসেও চিকিৎসকেরা নির্ভুল অস্ত্রোপচার সেরে ফেলছেন কম সময়ের মধ্যেই। যেমন হয়েছে ভারতে। গুরুগ্রামে বসে দুই হাজার কিলোমিটার দূরে বেঙ্গালুরুতে থাকা রোগীর হার্টের জটিল অস্ত্রোপচার সম্পন্ন হলো এর মাধ্যমে।
বছর পঁয়ত্রিশের রোগীর হার্টের ছিদ্র ধরা পড়ে। এসব ক্ষেত্রে অস্ত্রোচপচার জটিল ও ঝুঁকিপূর্ণই হয়। রোগীর অবস্থা এমন ছিল যে, তাকে দূরে কোথাও নিয়ে যাওয়া সম্ভব ছিল না। তাই চিকিৎসকেরা ঠিক করেন, কার্ডিয়াক টেলিসার্জারির মাধ্যমেই অস্ত্রোপচার করা হবে। যেমন ভাবা, তেমন কাজ। অস্ত্রোপচারও সফল হয়।
বিজ্ঞাপন
চিকিৎসকেরা জানাচ্ছেন, এই চিকিৎসায় খরচ অনেক কম। প্রয়োজনমতো রোবটের পাঁচটি ‘হাত’ একসঙ্গে কাজ করতে পারে। যার সাহায্যে হৃদরোগের জটিল অস্ত্রোপচারও সহজে করা সম্ভব হয়েছে।
এমএ