সর্বস্তরেই চিকিৎসকদের পদোন্নতি, কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তর

সর্বস্তরের চিকিৎসকদের পদোন্নতির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে অধিদপ্তর কাজ করছে। এর আওতায় বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো চিকিৎসকদের সাত হাজার সুপারনিউমেরারি পদ সৃষ্টি প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (১৭ মার্চ) জাতীয় সংসদের এলডি হল মাঠে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ইফতার মাহফিলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এসব তথ্য জানিয়েছেন।
স্বাস্থ্য মহাপরিচালক বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় তথা স্বাস্থ্য অধিদপ্তর সর্বস্তরের চিকিৎসকদের পদোন্নতির জন্য দিন-রাত কাজ করে যাচ্ছে। দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো সাত হাজারের বেশি সুপার নিউমেরারি পোস্ট সৃষ্টি প্রক্রিয়াধীন রয়েছে। এর এক তৃতীয়াংশ ইতিমধ্যে জনপ্রশাসন অর্থ মন্ত্রণালয়ে গিয়েছে। আর এক তৃতীয়াংশ স্বাস্থ্য মন্ত্রণালয়ে আছে। বাকি এক তৃতীয়াংশ আমরা ২/১ দিনের মধ্যেই মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবো। এ ছাড়া ৫২টি বিষয়ের এসএসবির জন্য কাগজপত্র মন্ত্রণালয়ে আছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
তিনি বলেন, আপনারা জানেন, আসলে স্বাস্থ্য ক্যাডার অন্যান্য ক্যাডারের মতো স্টেট ফরওয়ার্ড না। আমাদের পোস্ট গ্র্যাজুয়েশনের যেমন প্রয়োজন আছে, যারা প্রজেক্টের, সেসব অ্যাডহক চিকিৎসকদের নিয়েও মন্ত্রণালয়ে মিটিং হচ্ছে। ডা. জাহিদ, শাকিল, ডা. বিদ্যুৎ—তারা এ সংক্রান্ত কমিটিতে আছেন। পদোন্নতির জন্য আগামীকাল মঙ্গলবার বিশেষ সহকারী মহোদয়ের সভাপতিত্বে আমাদের আরেকটা আলোচনা সভা আছে, যেখানে ড্যাব, এনডিএফ এবং নাগরিক পার্টিও থাকবে। আমরা আশা করছি, শিগগিরই দৃশ্যমান কিছু পদোন্নতি চিকিৎসকদের হবে।
বিজ্ঞাপন
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিশেষ অতিথি ছিলেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য, ড্যাবের প্রধান উপদেষ্টা এবং জেডআরএফর নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।
টিআই/এআইএস