‘গণমানুষের ক্যান্সার হাসপাতাল’ তৈরিতে তহবিল সংগ্রহ শুরু
বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বপ্নের গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্র সম্প্রসারণে তহবিল সংগ্রহ শুরু হয়েছে। ‘গণমানুষের ক্যান্সার হাসপাতাল’ শীর্ষক এ ক্যান্সার হাসপাতাল নির্মাণ হলে ডা. জাফরুল্লাহ অসমাপ্ত স্বপ্ন পূরণ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিজ্ঞাপন
শনিবার (১১ জানুয়ারি) সকালে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের ষষ্ঠতলার গেরিলা কমান্ডার মেজর এটিএম হায়দার মিলনায়তনে তহবিল সংগ্রহ শুরু উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মার্চ ফর মাদার মোর্চার প্রধান সমন্বয়কারী ক্যান্সার রোগতত্ত্ববিদ ও গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক ক্যান্সার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, প্রতি বছর জানুয়ারি মাসের দ্বিতীয় শনিবার বাংলাদেশে বেসরকারিভাবে এ দিবস উদ্যাপিত হয়ে আসছে। গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল ও অন্যান্য স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠান দিবস ও মাস উদযাপনে বিস্তৃত কর্মসূচি হাতে নিয়েছে।
বিজ্ঞাপন
ডা. রাসকিন বলেন, গণমানুষের স্বাস্থ্যসেবায় বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী ও তার প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য কেন্দ্রের অবদান অতুলনীয়। তার অসমাপ্ত স্বপ্ন ‘গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্র’। ইতোমধ্যে ধানমন্ডি ৬ নম্বর সড়কে গণস্বাস্থ্য নগর হাসপাতাল ভবনের ৬ষ্ঠ ও ৭ম তলায় দেশের প্রথম ক্যান্সার প্রতিরোধ বিভাগে স্তন, জরায়ুমুখ ও মুখগহ্বরের ক্যান্সার স্ক্রিনিং, কেমোথেরাপি, ক্যান্সার সার্জারি ও ব্রাকিথেরাপি সেবা চলমান আছে। স্বাস্থ্যবীমার সহায়তায় ও গণস্বাস্থ্যের মৌলিক নীতি ও উদ্দেশ্য সমুন্নত রেখে স্বল্প খরচে মানসম্মত সেবা দেওয়ার প্রয়াস অব্যাহত আছে।
তিনি আরও বলেন, শিগগিরই মিরপুর ১২ নম্বর ও সাভারে ২য় ও ৩য় ইউনিট চালু এবং সারা দেশে প্রায় ৩০টি গণস্বাস্থ্য প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে টেলিমেডিসিনভিত্তিক স্যাটেলাইট ক্যান্সার সেবা চালুসহ সমন্বিত সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল ও গবেষণাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে আপনাদের অংশগ্রহণ আশা করছি।
অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য দেন- জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডা. হালিদা হানুম আখতার, ইপিআই কর্মসূচির সাবেক প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. তাজুল ইসলাম, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আবু জামিল ফয়সাল, সরকারের সাবেক অতিরিক্ত সচিব ও আরবান হেলথ প্রজেক্টের প্রকল্প পরিচালক আব্দুল হাকিম মজুমদার, কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্টের চেয়ারপার্সন মোছাররত সৌরভসহ অনেকে।
আলোচনা সভা শেষে ঢাকা থেকে গাজীপুর অভিমুখে প্রতীকী পদযাত্রা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন তারা।
টিআই/এমএন