সিনিয়র স্টাফ নার্স পদে লিখিত পরীক্ষার ফল প্রকাশ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স (১০ম গ্রেড) পদে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে ৪ হাজার ৫৫২ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স (১০ম গ্রেড) (বিজ্ঞপ্তির তারিখ : ০৬.০২.২০২৩; ক্রমিক নম্বর-০৬) পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে গত বছরের ৯ ডিসেম্বর অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৪ হাজার ৫৫২ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উল্লিখিত পদের ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd-এ ১৩ নভেম্বর তারিখের ৬৭৯ নম্বর স্মারকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
টিআই/এসএম