গবেষকদের জন্য আর্থিক সুবিধা নিশ্চিত করতে হবে
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেছেন, যারা সত্যিকারের গবেষণা করেন তাদের প্রয়োজনীয় আর্থিক অনুদানসহ যথাযথ সুযোগসুবিধা প্রদান করতে হবে। যাতে করে একজন গবেষক তার গবেষণা কার্যে পর্যাপ্ত সময় দিতে পারেন।
মঙ্গলবার (৩১ অক্টোবর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ৫ম বিশ্ববিদ্যালয় গবেষণা দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাশা অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সব ধরনের চিকিৎসার সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় গবেষণায় সামনে দিকে এগিয়ে যাচ্ছেন। আমরা চিকিৎসা বিজ্ঞানের গবেষণা হাজার মাইল অতিক্রম করব। প্রতি বছর এই বিশ্ববিদ্যালয়ে এক হাজারেও বেশি উন্নতমানের গবেষণা কার্য সম্পন্ন করা হয়। গবেষণা কার্যকে তরান্বিত করতে এই বিশ্ববিদ্যালয়ের জার্নালকে ইনডেক্সিং করা হয়েছে। জনগুরুত্বপূর্ণ গবেষণা সমূহকে বাংলা ভাষায় প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, বর্তমান প্রশাসনের আমলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে গবেষণায় উৎসাহ উদ্দীপনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। অনেক গবেষণায় বাংলা ভাষায় প্রকাশ করা হয়েছে যা ভালো উদ্যোগ। বর্তমান প্রশাসন গবেষণায় বরাদ্দ কয়েকগুণ বৃদ্ধি করেছে এবং ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয়ের গবেষণায় বরাদ্দ আরও বৃদ্ধি পাবে বলে আমি আশা করছি।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ইউজিসির অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল উপস্থিত ছিলেন।
ওএফএ/এসকেডি