রোগীদের ভোগান্তি কমাতে রেডিওথেরাপির বৈকালিক শিফট চালু

রোগীদের ভোগান্তি ও দীর্ঘসূত্রিতা কমাতে বৈকালিক শিফট চালু করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রেডিওথেরাপি বিভাগ।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার ভবনের অনকোলজি বিভাগে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের ক্যান্সার রোগীদের চিকিৎসায় মেশিনের অভাব, মেশিন ক্রয়ের দীর্ঘসূত্রিতা, অনকোলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক, দক্ষ থেরাপিস্ট, টেকনোলজিস্ট, বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারের স্বল্পতার বিষয়গুলো উঠে আসে। একই সঙ্গে আগামী ডিসেম্বরের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আরেকটি রেডিওথেরাপির মেশিন চালুর ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নাজির উদ্দিন মোল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মামুন অর রশিদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএসএমএমইউ’র মেডিকেল অনকোলজির ডিভিশন প্রধান অধ্যাপক ডা. সারওয়ার আলম, ক্লিনিকেল অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমান ভূঁইয়া, সহযোগী অধ্যাপক ডা. সাদিয়া শারমিন, সহযোগী অধ্যাপক ডা. রোকাইয়া সুলতানা প্রমুখ। এতে অনকোলজি বিভাগের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীর উপস্থিত ছিলেন।
টিআই/জেডএস