কিডনি প্রতিস্থাপনে জাল নথি : বিএসএমএমইউর সংশ্লিষ্টতা মেলেনি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে প্রথম কিডনি প্রতিস্থাপনে জাল নথি ব্যবহারের অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় বিশ্ববিদ্যালয় গঠিত তদন্ত কমিটি অবশেষে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।
ওই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
রোববার (৬ আগস্ট) সকালে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য শারফুদ্দিন আহমেদ। তিনি বলেন, সুপার স্পেশালাইজড হাসপাতালে কিডনি প্রতিস্থাপনে জাল নথি ব্যবহারের অভিযোগে গঠিত তদন্ত দল প্রতিবেদন জমা দিয়েছে। আগামী দু-এক দিনের মধ্যে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য আপনাদের জানাব।
‘তদন্ত প্রতিবেদনে ওই ঘটনায় বিএসএমএমইউয়ের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। বাকি সব সংবাদ সম্মেলন করে আমরা বিস্তারিত তুলে ধরব।’
এদিকে, তদন্ত কমিটির একটি সূত্রে জানা গেছে, কিডনিদাতা ও গ্রহীতা সাক্ষাৎকারে নিজেদের স্বার্থে জাল নথিপত্র তৈরি করে প্রতারণার আশ্রয়ের বিষয়টি স্বীকার করেছেন। তারা জানিয়েছেন, বিএসএমএমইউয়ে দেওয়া জাতীয় পরিচয়পত্র, ওয়ারিশান সনদ, বৈবাহিক সনদ ও সাক্ষী— সবকিছু ভুয়া ছিল।
টিআই/এমএআর/