চিকিৎসকদের আন্দোলনে অবরুদ্ধ বিএসএমএমইউ ভিসি
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করেছেন চিকিৎসকরা। মাসিক ভাতা বৃদ্ধি, বকেয়া ভাতা পরিশোধ ও নিয়মিত ভাতা দেওয়ার দাবিতে আন্দোলন করছেন চিকিৎসকরা।
মঙ্গলবার (১৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বিএসএমএমইউয়ের উপাচার্যের কার্যালয়ের নিচে অবস্থান নেন চিকিৎসকরা। পরে বেলা ১১টা ৫০ মিনিটের দিকে ভিসি কার্যালয়ের গেটে অবস্থান নেন তারা।
এ সময় উপাচার্যের পক্ষ থেকে চিকিৎসকদের শান্ত করার চেষ্টা করা হলে সরাসরি তারা উপাচার্যের সাথে কথা বলতে চান। তাদের দাবি আদায় না হলে অবস্থানের ঘোষণা দেন।
আন্দোলনকারী চিকিৎসকরা ভাতা ৫০ হাজার টাকা এবং তা নিয়মিত প্রদানের দাবিতে শ্লোগান দিতে থাকেন।
শিক্ষার্থীরা বলেন, ২০২১-২২ সেশনের ৭৫০ ও ২০২২-২৩ সেশনের ৭৫০ জনসহ মোট ১৫শ প্রাইভেট চিকিৎসক এই কোর্সে আছেন। কিন্তু প্রতিবারই ভাতা আদায়ের জন্য কখনো বিএসএমএমইউতে, কখনো স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবার কখনো অর্থ মন্ত্রণালয়ে ধরনা দিতে হচ্ছে। যেখানেই যাই তারা একজন আরেকজনের কাছে যেতে বলেন, ডিশোল্ডারিং করে দেওয়ার চেষ্টা করেন। আজ আমরা দাবি আদায় করেই ঘরে ফিরব।
এ সময় চিকিৎসকদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল বলেন, আমরা আপনাদের দাবির বিষয়ে জেনেছি। ভিসি স্যারও জেনেছেন আপনাদের বিষয়ে। কিন্তু এভাবে আন্দোলন করে দাবি আদায় সম্ভব নয়। আপনার ডা. মিল্টন হলে বসেন, সেখানে ভিসি স্যার আসবেন, অন্যথায় আপনাদের থেকে ৫ জন প্রতিনিধি ভিসি অফিসে পাঠান। স্যার আপনাদের কথা শুনবেন।
এ সময় আন্দোলনকারী চিকিৎসকরা রুদ্ধ বৈঠকের বিষয়ে অনীহা প্রকাশ করেন। ভিসিকে চিকিৎসকদের কাছে আসার অনুরোধ করেন।
তারা বলেন, নানা গল্প-কাহিনী বলে আমাদেরকে অনেক দমিয়ে রাখা হয়েছে, আজকে আমরা দমে যেতে এখানে আসিনি।
টিআই/ওএফ