গবেষণা অনুদান পেলেন বিএসএমএমইউর ৩৬৪ চিকিৎসক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) গবেষণা কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে ৩৬৪ জন ফেস বি রেসিডেন্ট চিকিৎসকের মধ্যে ৩ কোটি ৮৬ লাখ ৬০ হাজার টাকা গবেষণা অনুদান (থিসিস গ্রান্ট) দেওয়া হয়েছে।
সোমবার (১২ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে আয়োজিত ‘চিকিৎসকদের গবেষণা অনুদান প্রদান’ অনুষ্ঠানে গবেষকদের হাতে অনুদানের চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
এসময় উপাচার্য বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন গবেষণাবান্ধব। আমি যখন প্রথম দায়িত্বভার গ্রহণ করি তখন গবেষণাখাতে বরাদ্দ ছিল ২ কোটি টাকা। তার পরের বছর সেটি বৃদ্ধি করে চার কোটিতে উন্নীত করি। গত ২০২২-২০২৩ অর্থবছরে সেই গবেষণা বাজেট পাঁচগুণ বৃদ্ধি করেছি। চার কোটি টাকা থেকে ২২ কোটি টাকায় উন্নীত করেছি। আমি এবারও আসন্ন বাজেটে গবেষণা খাতে আরও ২ কোটি টাকা বৃদ্ধির প্রস্তাব রেখেছি। আশা করি সিন্ডিকেট সেটি অনুমোদন করবে।
শারফুদ্দিন আহমেদ বলেন, আমি আরেকটি উদ্যোগ নেব। আমাদের এমডি, এমএস রেসিডেন্সি কোর্সের শিক্ষার্থীরা পাঁচ বছর পড়াশোনা, গবেষণা ও রোগীর সেবা করে। তাদের এ পাঁচ বছর গবেষণার জন্য বিদেশে অনেক দেশের ক্লিনিক্যাল পিএইচডি ডিগ্রিও চালুর উদ্যোগ নেব। এক্ষেত্রে রেসিডেন্টদের বাড়তি একটি কাজ করতে হবে সেটি হলো, এই পাঁচ বছরের পড়াশোনা, গবেষণা ও রোগীর সেবা নিয়ে একটি থিসিস পেপার জমা দিতে হবে। ফলে একইসঙ্গে দুটি ডিগ্রি পাবেন। একটি এমডি/এমএস এবং অন্যটি ক্লিনিক্যাল পিএইচডি ডিগ্রি।
গবেষণা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো মনিরুজ্জামান খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আলী আসগড় মোড়ল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. হাফিজুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল প্রমুখ।
গবেষণা গ্রান্ট প্রদান অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ রেজিস্ট্রার সহকারী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন।
টিআই/জেডএস