মেডিকেলে প্রথম রাফছানকে নিয়ে ‘টানাটানি’
সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন রাফছান জামান নামে এক শিক্ষার্থী। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজে পরীক্ষা দিয়েছেন।
বিজ্ঞাপন
রোববার (১২ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
এদিকে প্রথম হওয়া রাফছানকে নিজেদের শিক্ষার্থী বলে দাবি করেছে একাধিক মেডিকেলভিত্তিক কোচিং সেন্টার। রেটিনা, উন্মেষ তাদের ফেসবুক পেজে রাফছানকে নিজেদের শিক্ষার্থী বলে দাবি করেছে।
বিজ্ঞাপন
রাফছান জামানের ছবিযুক্ত রেটিনা কোচিং সেন্টারের ভর্তি ফরমের ছবি দিয়ে প্রতিষ্ঠানটি এক ফেসবুক পোস্টে লিখেছে, ‘আলহামদুলিল্লাহ। রাফছান জামান। মেডিকেল মেধাস্থান : ১ম। তার রোল- ৩৬৮১১৪’
অন্যদিকে উন্মেষের ফেসবুক পেজের পোস্টেও রাফছানকে নিজেদের শিক্ষার্থী বলে দাবি করা হয়েছে। তাদের পোস্টে বলা হয়েছে, এবছরও মেডিকেল ভর্তি পরীক্ষায় উন্মেষিয়ানদের অবাক করা সাফল্য।
বিজ্ঞাপন
এ বিষয়ে রেটিনা কোচিং সেন্টারের ম্যানেজার জামাল উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, রাফছান আমাদের চট্টগ্রাম শাখার নিয়মিত শিক্ষার্থী ছিল। প্রতিনিয়ত আমাদের কোচিংয়ে ক্লাস করেছে। সুতরাং তাকে অন্য কোচিংয়ের শিক্ষার্থী দাবি করার কোনো সুযোগ নেই।
অন্য কোচিংয়ের দাবি প্রসঙ্গে তিনি বলেন, প্রতি বছরই পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর এরকমটা হয়ে থাকে। অনেক কোচিংই তাকে নিজেদের দাবি করে। আমি এটুকু নিশ্চিত করে বলতে পারি যে রাফছান আমাদের নিয়মিত শিক্ষার্থী, অন্য কোথাও হয়ত সে শেষ মুহূর্তে মডেল টেস্ট দিয়ে থাকতে পারে।
এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় সর্বমোট পাসের মধ্যে ছেলে ২০ হাজার ৮১৩ জন ও পাসের হার ৪২ দশমিক ৩১ শতাংশ। মেয়ে পাস করেছেন ২৮ হাজার ৩৮১ জন ও পাসের হার ৫৭ দশমিক ৬৯ শতাংশ।
ফল ঘোষণার সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, সারা দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এবার শিক্ষার্থী ভর্তির জন্য আসন আছে ৪ হাজার ৩৫০টি। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে মেধাক্রম অনুযায়ী প্রথম ৪ হাজার ৩৫০ জন এসব কলেজে ভর্তি হতে পারবেন।
উত্তীর্ণ বাকি শিক্ষার্থীরা বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তি হতে পারবেন। সারাদেশে ৭১টি বেসরকারি মেডিকেল কলেজে এবার শিক্ষার্থী ভর্তির জন্য মোট আসন রাখা হয়েছে ৬ হাজার ৭৭২টি।
যেভাবে ফল জানবেন
পরীক্ষার ফল তিনভাবে জানতে পারবেন শিক্ষার্থীরা। ফল প্রকাশের পরই ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে। এ ছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবেন শিক্ষার্থীরা। পাশাপাশি এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। আবেদন করার সময় দেওয়া মোবাইল ফোন নম্বরে ফল জানতে পারবেন ভর্তিচ্ছুরা।
টিআই/এসএসএইচ/