পিএইচডি থিসিসের জন্য নির্বাচিত হলেন ২৪ শিক্ষক-শিক্ষার্থী
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রামের আওতায় মেডিসিন, সার্জারি ও প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদভুক্ত বিভিন্ন বিষয়ে পিএইচডি থিসিস করার জন্য ২৪ জন শিক্ষক ও শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়েছে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত একাডেমিক কাউন্সিলের সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।
এর আগে গত ১ সেপ্টেম্বর বোর্ড অব অ্যাডভানস স্টাডিজের সভায় পিএইচডি থিসিস করার জন্য প্রার্থী ও থিসিসের বিষয়, ইনভেসটিগেটর, গাইড যাচাই, বাছাই করা হয়। পরবর্তীতে আজ একাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের উচ্চতর শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে এই পিএইচডি থিসিস প্রোগ্রাম গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএসএমএমইউয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ।
পিএইচডি থিসিসের জন্য নির্বাচিত হলেন যারা
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের অর্থোপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. কৃষ্ণ প্রিয় দাশ, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ডা. কে এম রফিকুল ইসলাম, গাইকোলজিক্যাল অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. জান্নাতুল ফেরদৌস, অধ্যাপক শিরিন আক্তার বেগম, কমিউনিটি অপথালমোলজি বিভাগের শিক্ষার্থী ডা. নাহিদ সুলতানা, নিউরো সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. রকিবুল ইসলাম, ন্যাশনাল ইনস্টিটিউট অব অপথালমোলজির অপথালমোলজি বিভাগের মেডিকেল অফিসার ডা. এবিএম ইয়াসিন উল্লাহ, ঢাকা মেডিকেল কলেজের নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. কোহিনুর আহমেদ এবং ডা. লাকি ঘোষ।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের মেডিকেল অফিসার ডা. ফাতেমা ইয়াসমিন, ফিজিক্যাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মসিউর রহমান খসরু, কার্ডিওলজি বিভাগের শিক্ষার্থী ডা. ফারজানা খান সোমা, ডা. কাজী রাহিলা ফেরদৌসী, মেডিকেল অফিসার ডা. দীন-ই-মোজাহিদ মোহাম্মদ ফারুক উসমানি, ইন্টারনাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ তানভীর ইসলাম, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্স এর সহকারী অধ্যাপক ডা. মাশফিকুল হাসান, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের ইএমও ডা. শাহেদ মোরশেদ এবং অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের শিক্ষার্থী ডা. তানিয়া তোফায়েল।
প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদের আওতায় মার্কস মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. নাভিরা আফতাবি বিনতে ইসলাম, নিপসমের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ রাশেদুল আলম, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. মো. আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মেডিকেল কলেজের লেকচারার ফারজানা নুসরাত এবং ঢাকা ডেন্টাল কলেজের সহকারী অধ্যাপক ডা. ফারজানা সুলতানা।
টিআই/এসকেডি