মেডিকেল কলেজে সাপ্তাহিক ছুটি একদিনই
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি দুদিন করা হলেও জরুরি বিভাগের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় এর আওতায় আসছে না মেডিকেল কলেজগুলো। অর্থাৎ দেশের সকল মেডিকেল শিক্ষার্থীদের সাপ্তাহিক ছুটি পূর্বের মতোই একদিন থাকছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. এ কে এম আমিরুল মোরশেদ খসরু ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন হলেও মেডিকেল কলেজগুলো আগের মতোই চলবে। অর্থাৎ সাপ্তাহিক ছুটি একদিন ছুটি বলবৎ থাকবে। কারণ, মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের সঙ্গে সম্পৃক্ত। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মন্ত্রীর সঙ্গে কথা বলে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
মহাপরিচালক বলেন, মেডিকেল কলেজের শিক্ষকরা ক্লাসের পাশাপাশি রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করেন। সেহেতু দুই দিন ছুটি হলে চিকিৎসা সেবা মারাত্মকভাবে বিঘ্নিত হবে। সে কারণে সাপ্তাহিক ছুটি এক দিনই থাকছে।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠানে দুদিন ছুটি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
টিআই/ওএফ