বিএসএমএমইউয়ে শুদ্ধাচার কৌশল বিষয়ক প্রশিক্ষণ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের মিলনায়তনে এ আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল ও শুদ্ধাচার কর্মপরিকল্পনা বাস্তবায়ন কমিটি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, শুদ্ধাচার হলো কথা দিয়ে কথা রাখা, যার যার কাজ সঠিকভাবে পালন করা, যখন যেখানে যাওয়ার কথা সেখানে সঠিক সময়ে যাওয়া ও মিথ্যা না বলা বা বিশৃঙ্খলা সৃষ্টি না করা। আমরা যদি সবাই এসব মেনে চলে নিজেদের পাশাপাশি আমাদের এ বিশ্ববিদ্যালয়ও আরও এগিয়ে যাবে।
প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন। এতে সঞ্চালনা করেন বঙ্গবন্ধু রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার ও সভাপতিত্ব করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ডা. জেসমিন বানু।
শিক্ষক সমিতির নির্বাচন পরিচালনা ১১ সদস্যের কমিটি
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচন পরিচালনা করার জন্য ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী তিন মাসের মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন আয়োজন করবে। বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে এ নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
কমিটির সদস্যরা হলেন, অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, অধ্যাপক ডা. হারিসুল হক, অধ্যাপক ডা. মামুন আল মাহাতাব, অধ্যাপক ডা. এ এইচএম জহুরুল হক (সাচ্চু),অধ্যাপক ডা. জাহানারা আরজু, সহযোগী অধ্যাপক ডা. আহসান হাবিব,সহযোগী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম জোয়ারদার টিটো, সহযোগী অধ্যাপক ডা. ফারুক হোসেন, সহযোগী অধ্যাপক ডা. ইন্দ্রজিত কুমার কুন্ডু, সহকারী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন ও সহকারী অধ্যাপক ডা. নিরুপম চৌধুরী।
কমিটি ঘোষণাকালে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, শিক্ষক সমিতি গঠিত হলে প্রশাসনের জবাবদিহিতা বাড়বে। সব কাজে শিক্ষকদের সম্পৃক্ত করা যাবে। খুব দ্রুত এ কমিটি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির গঠনতন্ত্র প্রণয়ন করবে এবং সেটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশে অন্তর্ভূক্তিকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এ সময় উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।
টিআই/এসকেডি