করোনা বুঝিয়েছে জীবন বাঁচাতে অক্সিজেনের গুরুত্ব
‘কেবলমাত্র একটাই পৃথিবী/প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে টেকসই জীবনযাপন’ প্রতিপাদ্য নিয়ে বিভিন্ন আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমএমইউ) বিশ্ব পরিবেশ দিবস-২০২২ পালিত হয়েছে।
রোববার (৫ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বৃক্ষরোপণের মাধ্যমে দিবসটির উদ্বোধন করেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। এসময় টিএসসি চত্ত্বরে আমলকী, তেজপাতাসহ বিভিন্ন ওষুধি, ফলজ বৃক্ষের চারারোপণ করা হয়।
এসময় উপাচার্য শারফুদ্দিন আহমেদ বলেন, বৃক্ষ পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে অক্সিজেন সরবরাহ করে। আর করোনাভাইরাস মহামারি আমাদেরকে বুঝিয়ে দিয়েছে অক্সিজেন জীবন বাঁচাতে কতটা গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বৃক্ষরোপণকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। সবুজ, শ্যামল, সুন্দর পরিবেশ গড়তে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। উপাচার্য আরও বলেন, আমি প্রত্যেককে আহ্বান জানাচ্ছি ১০টি করে গাছ লাগাতে। আর একটি গাছ কাটলে অবশ্যই ১০টি গাছের চারারোপণ করতে হবে।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. নজরুল ইসলাম খান, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. ফারুক হোসেন, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম জোয়ারদার টিটো, সহযোগী অধ্যাপক ডা. মো. রাসেল, অতিরিক্ত পরিচালক ডা. পবিত্র কুমার দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
টিআই/জেডএস