পুলিশের নির্মমতা, শ্রমিক আন্দোলন, তাবলিগে সংঘাতসহ আলোচনায় যত ঘটনা
ইতোমধ্যেই শুরু হয়ে গেছে ২০২৫-এর যাত্রা। নতুন বছরে নতুন আশা, নতুন সম্ভাবনা সবার। অন্যদিকে, কালের গহ্বরে হারিয়ে যেতে থাকা ২০২৪ সাল জন্ম দিয়েছে নানা ঘটনার। ঘটনাবহুল এই বছরটিতে সবচেয়ে বেশি আলোচিত বিষয় জুলাই-আগস্টে পুলিশের নির্মমতা, শ্রমিক আন্দোলন, কারখানায় আগুন, ইজতেমা মাঠের সংঘাতসহ নানা ঘটনা। আন্দোলন-সংঘর্ষ-রাজনৈতিক পালাবদলে উত্তাল ছিল সারা দেশ। এসব ঘটনা চিরস্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে। ২০২৪ সালে ঢাকা বিভাগের বিভিন্ন জেলার আলোচিত ঘটনা নিয়ে সাজানো হয়েছে এই আয়োজন।
শ্রমিক আন্দোলনে বছরজুড়ে আলোচনায় ছিল গাজীপুর
শ্রমিক আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিশ্ব ইজতেমাসহ নানা আন্দোলনে ২০২৪ সালের পুরোটা সময়জুড়েই আলোচনায় ছিল শিল্পাঞ্চলখ্যাত গাজীপুর জেলা।
২০২৪ সালের প্রথম দিনই থার্টি ফার্স্টের আয়োজন করতে গিয়ে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর মো. মিরাজের মৃত্যুর সংবাদ সবাইকে কাঁদিয়ে নতুন বছর শুরু হয়। এরপর নানা ঘটনায় দেশজুড়ে আলোচনায় ছিল গাজীপুর।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
গাজীপুরের পাঁচটি আসনে ৭ জানুয়ারির নির্বাচনে একটি আসন বাদে চারটিতে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় পায়। নির্বাচনের পর গাজীপুর-১ আসনে আ ক ম মোজাম্মেল হককে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, গাজীপুর-৩ আসনে রুমানা আলী টুসিকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও গাজীপুর-৪ আসনে সিমিন হোসেন রিমিকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। যা বেশ আলোচনায় ছিল।
তাবলিগ জামাতের সংঘাত
কোনো প্রকার বিশৃঙ্খল পরিস্থিতি ছাড়া প্রশাসনের কড়া নজরদারিতে ২০২৪ সালে দুই পর্বে বিশ্ব ইজতেমা সম্পন্ন হয়েছে। ইজতেমার দুই পর্বে দেশ-বিদেশের লাখো মুসল্লি অংশ নেন।
সবশেষ গত ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) রাত ৩টায় বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা যোবায়ের ও মাওলানা সাদ কান্ধলভীপন্থিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় তিনজন নিহত ও শতাধিক মুসল্লি আহত হন। পরবর্তীতে প্রশাসন ইজতেমায় ময়দানে আশপাশে ১৪৪ ধারা জারি করলে ময়দান ছেড়ে যান মুসল্লিরা। পরবর্তীতে হতাহতের ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় মামলা হলে মাওলানা সাদের অনুসারী মোয়াজ বিন নুর ও জিয়া বিন কাসেমকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তারা কারাগারে আছেন।
কোটাবিরোধী থেকে বৈষম্যবিরোধী আন্দোলন
কোটাবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের বিক্ষোভে প্রথম দিন থেকেই প্রাণমুখর ছিল গাজীপুর। ডুয়েট শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় গাজীপুরের প্রাণকেন্দ্র শিববাড়ি এলাকা সংঘর্ষে রণক্ষেত্রের রূপ নেয়। এরপর আগস্ট মাসে কোটাবিরোধী ও বৈষম্যবিরোধী আন্দোলনে উত্তাল হয়ে ওঠে গাজীপুর জেলা। গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা হয়ে ওঠে আন্দোলনের কেন্দ্রবিন্দু।
গত ৫ আগস্ট সকালে ময়মনসিংহ বিভাগে নিয়োজিত বিজিবি সদস্যদের কয়েকটি বাসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে ঢাকায় নেওয়া হচ্ছিল। বাসগুলো মহাসড়কের মাওনা চৌরাস্তায় পৌঁছলে আন্দোলনকারী ছাত্র-জনতা আটকে দেয়। এ সময় আন্দোলনকারীরা তাদের ভারতীয় পুলিশ বা বিএসএফ সদস্য ও তারা হিন্দি কথা বলে প্রচার করে। একপর্যায়ে বিজিবি সদস্যের কাছে থাকা অস্ত্রসহ গোলাবারুদ আন্দোলনকারী ছাত্র-জনতা বস্তায় ভরে তাদের নিয়ন্ত্রণে নিয়ে তাদের ওপর চড়াও হয়। এ সময় বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে গুলি করেন। সেখানে গুলিতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীসহ বিজিবি হেড কোয়ার্টার থেকে হেলিকপ্টার মহড়ায় আটকে পড়া বিজিবি সদস্যদের উদ্ধার করা হয়।
ছাত্র-জনতার বিজয়ে দিন গাজীপুরের শ্রীপুরে রুদ্ধশ্বাস যাত্রায় প্রাণ হারান বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য আব্দুল আলীম। পরবর্তীতে ওই সব ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের জাতীয় ও স্থানীয়দের পর্যায়ের নেতাকর্মীদের নামে শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়।
শিল্প কারখানায় শ্রমিক আন্দোলন
বছরজুড়েই আলোচনায় ছিল গাজীপুরের বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকদের দাবি নিয়ে মহাসড়ক অবরোধসহ বিভিন্ন আন্দোলন। বকেয়া বেতনের দাবিতে টানা ৬১ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন গাজীপুরের বাসন এলাকার টিএনজেড গ্রুপের পাঁচটি কারখানার শ্রমিকরা। দেশের গুরুত্বপূর্ণ এ মহাসড়কে টানা তিন দিনের দীর্ঘ ৬১ ঘণ্টার অবরোধে অচলাবস্থার তৈরি হলে অবশেষে সরকারি সহায়তায় শ্রমিকদের বেতন পরিশোধ করা হয়। এ আন্দোলন বছরজুড়ে ব্যাপক আলোচনার তৈরি করেছে।
কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
শিল্পের নগর বলা হয় গাজীপুর জেলাকে। জেলাজুড়ে কারখানায় আগুনের ঘটনাও আলোচনায় ছিল। গত ২২ ডিসেম্বর গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানার আগুনে চারজন শ্রমিক নিহত হন। অপরদিকে মহাসড়ক পারাপার হওয়ার সময় বাসচাপায় শ্রমিক নিহত হওয়ার খবরে ৩০ নভেম্বর রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তারগাছ এলাকায় চারটি বাসে আগুন দেয় কারখানার শ্রমিকরা।
এ ছাড়া, গাজীপুরের বোর্ড বাজারে অবস্থিত দেশের আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় ইসলামিক ইউনির্ভাসিটি অব টেকনোলজির (আইইউটি) তিন শিক্ষার্থী গত ২৩ নভেম্বর পিকনিকে করতে শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে যাওয়ার পথে আঞ্চলিক সড়কে বিআরটিসির দোতলা বাসে বিদ্যুতায়িত হয়ে মারা গেলে দেশজুড়ে আলোচনার ঝড় ওঠে।
সাভারের আলোচিত যত ঘটনা
স্বামীকে আটকে রেখে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হলে স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনাটি নাড়িয়ে তুলেছিল পুরো জাতিকে। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মোশারফ হোসেন হল-সংলগ্ন জঙ্গলে ঘটে এই বর্বর ঘটনা। অভিযোগ উঠে শাখা ছাত্রলীগের এক নেতা ও বহিরাগত এক ব্যক্তির বিরুদ্ধে।
এ ঘটনায় ৪ ফ্রেবুয়ারি পুলিশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাব্বির হাসান সাগর, সাগর সিদ্দিক ও হাসানুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের সাঁজোয়া যান থেকে ইয়ামিনকে ফেলার নির্মম দৃশ্য
গত ১৮ জুলাই সকাল থেকেই সাভারের রেডিও কলোনি, বাজার বাসস্ট্যান্ড ও পাকিজার মোড়ে পুলিশের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সাভার হয়ে ওঠে রণক্ষেত্র। নির্বিচারে গুলির পর পুলিশের সাঁজোয়া যানের ওপরে পড়ে থাকা মুমূর্ষু শাইখ আশহাবুল ইয়ামিন নামে এক শিক্ষার্থীকে ঘুরানো হয়। এক পর্যায়ে সাঁজোয়া যান থেকে টেনে-হিঁচড়ে নিচে ফেলে দেয় পুলিশ। তখনো জীবিত ছিলেন ইয়াসমিন। পরে সেখানেই তার মৃত্যু হয়। এ এক নির্মম দৃশ্য, যা দেশের মানুষকে নাড়িয়ে তুলেছিল। এ ঘটনায় গত ২৫ আগস্ট নিহতের মামা আব্দুল্লাহ আল কাবির ৪৯ জনের নামে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন।
ভ্যানে মরদেহের স্তূপে আগুন দেওয়ার ঘটনা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্ট ভ্যানের মধ্যে মরদেহের স্তূপ দিয়ে আগুন ধরিয়ে দেয় পুলিশ। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়। পরে অনুসন্ধানে জানা যায়, নির্মম এই ঘটনাটি ঘটেছে সাভারের আশুলিয়ায়। ভিডিওতে দেখা যাওয়া হেলমেট পরিহিত পুলিশ সদস্যদের একজন ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের তদন্ত কর্মকর্তা আরাফাত হোসেন।
ওইদিন আন্দোলনের সময় ছাত্র-জনতার সঙ্গে পুলিশে সংঘর্ষ-গুলির ঘটনা ঘটে। পুলিশের গুলিতে অনেকেই গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে পুলিশ নিহতদের মরদেহ একটি ভ্যানে স্তূপ করে আগুন ধরিয়ে দেয়। এমনকি পুলিশের একটি গাড়িতেও কয়েকজনকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়।
আশুলিয়ায় শ্রমিক আন্দোলন
চলতি বছরের পুরো সেপ্টেম্বর মাসজুড়েই সাভারের আশুলিয়ায় পোশাক কারখানা খুলে দেওয়া, বেতন বৃদ্ধি ও বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করে পোশাক শ্রমিকরা। আন্দোলনের সময় পুলিশ ও পোশাক শ্রমিকদের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনাও ঘটে এবং তিনজন পোশাক শ্রমিকও নিহত হন।
সারা বছরই নানা ঘটনায় আলোচিত ছিল মানিকগঞ্জ
সাবেক স্বাস্থ্যমন্ত্রীর ‘মালেক পার্টি’
‘মালেক পার্টি’ গড়ে মানিকগঞ্জ শাসন করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ২০০৮ সালে প্রথম সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হওয়ার পর থেকে জাহিদ মালেক দলের মধ্যে নিজের একটি পক্ষ গড়ে তুলতে সক্রিয় হন। পরে ২০১৪ সালে জয়ী হয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হওয়ার পর প্রভাব বাড়তে থাকে তার। এরপর ২০১৮ সালে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর মানিকগঞ্জে একক আধিপত্য গড়ে তোলেন তিনি। স্বজন ও নিজের অনুসারীদের নিয়ে গড়া তার পক্ষ তৃণমূল নেতাকর্মীদের কাছে যা ‘মালেক পার্টি’ নামে পরিচিতি পায়। এই মালেক পার্টি দিয়েই পতিত স্বৈরাচার হাসিনার সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী শাসন করেছেন মানিকগঞ্জ।
মন্ত্রিত্বকে পুঁজি করে দুর্নীতি, হাজার কোটি টাকার মালিক সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।স্বৈরাচার শেখ হাসিনার সরকারের টানা চারবারের সংসদ সদস্য জাহিদ মালেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে একবার প্রতিমন্ত্রী ও একবার পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এই মন্ত্রিত্বকে পুঁজি করে দুর্নীতি আর মানিকগঞ্জে নিজস্ব বাহিনী মালেক পার্টি বানিয়ে টেন্ডারবাজি, পরিবহন খাতে চাঁদাবাজি, বালু মহাল, নিয়োগ বাণিজ্য, জমি দখলসহ নানা অপকর্মের মাধ্যমে হাজার কোটি টাকার মালিক হয়েছেন তিনি। টানা ১৫ বছরে জাহিদ মালেক সম্পদে পরিমাণ বেড়েছে প্রায় ১১ গুণ। সম্প্রতি দুর্নীতির প্রমাণ পাওয়ায় জাহিদ মালেকের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
নৌকা নিয়েও হেরেছিলেন মমতাজ
টানা তিনবারের সংসদ সদস্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রতীক পেয়েও নিজ দলের স্বতন্ত্র প্রার্থীর জাহিদ আহমেদের কাছে হেরে যান মমতাজ বেগম। যা জেলার মানুষের কাছে বেশ আলোচিত হয়। নির্বাচনী প্রচারণায় ২০২৩ সালের ৩০ ডিসেম্বর রাতে মমতাজ বেগম মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিনকে ‘বাওয়া আওয়ামী লীগ’ বলে কটূক্তিসহ দলের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বন্দ্ব, উপজেলা-ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধির বিপক্ষ অবস্থান, দলের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততা না থাকা, সাধারণ ভোটারদের সঙ্গে যোগাযোগে ঘাটতি এবং মমতাজের আত্ময়ী-স্বজনসহ নিজের অনুসারী নেতাকর্মীদের দিয়ে দলের কমিটি গঠন করার কারণে নৌকার প্রতীক পেয়েও মমতাজ জয়ী হতে ব্যর্থ হন।
পাটুরিয়ায় ফেরি ডুবি
বছরের শুরুতেই ১৭ জানুয়ারি সকাল সাড়ে ৭টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের ৫নং ঘাট পন্টুনের অদূরে ৯টি যানবাহন ও ফেরিতে থাকা স্টাফ, যানবাহনের চালক, সহকারীসহ ২১ জন ব্যক্তিকে নিয়ে রজনীগন্ধা নামের একটি ফেরি পদ্মায় ডুবে যায়। ঘটনাটি জেলাসহ সারা দেশে আলোড়ন সৃষ্টি করে। এ ঘটনায় ডুবে যাওয়া ৯টি যানবাহন ও ২০ জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ থাকেন ফেরির ইঞ্জিন চালক হুমায়ুন কবির। পরে ঘটনার ৬ দিন পর ২২ জানুয়ারি বিকেল ৪টার দিকে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধার দ্বিতীয় ইঞ্জিন চালক হুামায়ুন কবিরের মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
দিনটি ছিল চলতি বছরের ৯ মে সকাল সাড়ে ১০টা। চট্টগ্রাম নগরের পতেঙ্গায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। বিমানের পাইলট অসীম জাওয়াদ রিফাতকে উদ্ধার করে চট্টগ্রামের নৌবাহিনীর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অসীম জাওয়াদের মৃত্যু মেনে নিতে পারেনি তার বাহিনীর সদস্য, পরিবার, মানিকগঞ্জবাসীসহ পুরো দেশ।
রাসেলস ভাইপারের আতঙ্ক
চলতি বছরের ৭ মার্চ মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দুর্গম পদ্মার চরে রাসেলস ভাইপারের কামড়ে শেখ লাল মিয়া (৩৪) নামের এক যুবকের মৃত্যু হয়। এর পর থেকেই চরে রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া এই বিষধর সাপের আতঙ্ক ছড়িয়ে পড়ে চরাঞ্চলসহ সারা দেশে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ওই সময় তিন মাসে রাসেলস ভাইপারের কামড়ে জেলায় পাঁচজনের মৃত্যু হয়। সে সময় বেশ আলোড়ন সৃষ্টি করেছিল, যা পরে বিভিন্ন গণমাধ্যমের আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছিল।
নৌপুলিশের গুলিতে কলেজ শিক্ষার্থী নিহত
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভু্যত্থান সফল করতে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় পাটুরিয়া ফেরিঘাট এলাকায় নৌপুলিশের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আন্দোলনকারীদের দমাতে গুলি ছুড়ে নৌপুলিশ। এতে গুলিবিদ্ধ হয়ে রফিকুল ইসলাম চঞ্চল (২১) নামের এক কলেজছাত্র নিহত হন। পরে উত্তেজিত জনতা শিবালয় থানায় আগুন ধরিয়ে দেয়।
বছরজুড়েই আলোচনায় ছিল নারায়ণগঞ্জ
প্রথম নির্বাচনী জনসভা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা শুরু হয়েছিল নারায়ণগঞ্জ থেকে। বছরের শুরুতেই ৪ জানুয়ারি জেলার ইসদাইরস্থ শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন শেখ হাসিনা।
৫ টাকার বিনিময়ে মই দিয়ে অভিনব ব্যবসা
চলতি বছরের ১৭ মার্চ ৫ টাকার বিনিময়ে মই দিয়ে রোড ডিভাইডার পারাপারের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, রবিউল (২৬) নামে এক যুবক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে ডিভাইডারের দুই পাশে দুটি মই রেখে যাত্রী পার করছেন। এতে বিনিময়ে গ্রাহকদের কাছ থেকে ৫ টাকা করে নিচ্ছেন। রাস্তা পারাপার বন্ধ করতে ও দূরপাল্লার যানবাহনগুলো সরাসরি ঢাকায় যেতে উঁচু ডিভাইডার দিয়ে দুই লেন বিভক্ত করে দেয় সড়ক ও জনপদ বিভাগ। এতে বাসচালকরা দূরপাল্লার লেনে যাত্রীদের নামিয়ে দেয়। যাতে ভোগান্তিতে পড়ে নারী-শিশু-বৃদ্ধরা। এই সুযোগে এমন পন্থায় যাত্রী পারাপার করে বিনিময়ে যাত্রীদের কাছ থেকে ৫ টাকা নিত রবিউল। এ ঘটনায় তাকে গ্রেপ্তারও করে পুলিশ।
জুলাই-আগস্টের আন্দোলন
বৈষম্যবিরোধী ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই আলোচনায় ছিল নারায়ণগঞ্জ। প্রথমে শান্তিপূর্ণ আন্দোলন শুরু হলেও ক্রমেই তা সংঘর্ষের রূপ নেয়। পুলিশের সঙ্গে সংঘর্ষের সূত্রপাত হলেও শেষ দিকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালাতে দেখা যায়। তাদের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে ছিলেন ছাত্র-জনতা। তাদের কারও হাতে ছিল ইটপাটকেল, কারও হাতে জাতীয় পতাকা বাঁধা বাঁশের লাঠি। কাঁদানে গ্যাসের ধোঁয়ায় আচ্ছন্ন শহরে মুহুর্মুহু গুলি চলেছিল। গুলি চলেছিল নারায়ণগঞ্জ লিংক রোড, সাইনবোর্ড ও সিদ্ধিরগঞ্জে। জেলা প্রশাসনের তথ্যমতে এ ঘটনায় অন্তত ৫৪ জনের মৃত্যু তথ্য পাওয়া গেছে।
কিশোরগঞ্জের যত আলোচিত ঘটনা
হাতির আছাড়ে মৃত্যু
কিশোরগঞ্জে চাঁদা না দেওয়ায় হাতির শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় দেওয়ার ঘটনায় মো. মাসুদুর রহমান মিস্টন (৪৫) নামে এক ফার্মেসি মালিক চলতি বছরের ২ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে ১ জুলাই সোমবার সন্ধ্যার দিকে জেলা শহরের নগুয়া বাসস্ট্যান্ড এলাকায় নিজের ফার্মেসি দোকানে ওই ব্যক্তি হাতির আক্রমণের শিকার হন।
যেসব ঘটনায় আলোচনায় ছিল ফরিদপুর
সংসদ নির্বাচন
বছরের শুরুতে ফরিদপুরের আলোচিত ঘটনা ছিল ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হককে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী একে আজাদের জয়ী হওয়া।
জাহাজে জলদস্যুদের আক্রমণ
চলতি বছরের ১২ মার্চ সোমালিয়ার জলদস্যুরা বাংলাদেশের একটি জাহাজ নিয়ন্ত্রণে নেয়। সেখানে ছিল ফরিদপুরের মধুখালির তারেকুল ইসলাম। এটি ছিল একটি আলোচিত ঘটনা।
কাফনের কাপড় পরে আন্দোলন
রাজবাড়ী থেকে ফরিদপুর হয়ে ঢাকা পর্যন্ত চন্দনা কমিউটার ট্রেন নামের লোকাল ট্রেনটি ফরিদপুরে যাত্রা বিরতি দিতে কাফনের কাপড় পরে রেললাইনে শুয়ে আন্দোলন করেন ফরিদপুরের মানুষ। পরে ট্রেনটি ফরিদপুর থামলেও সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ট্রেনটির চলাচল বন্ধ হয়ে যায়।
‘আ.লীগ ফিরে আসবে' মন্তব্য করার অভিযোগ
সর্বশেষ গত ১১ ডিসেম্বর ফরিদপুরের সদরপুরের ইউএনও আল মামুনের নামে আওয়ামী লীগ ফিরে আসবে' মন্তব্য করার মৌখিক অভিযোগে তাকে প্রত্যাহারের ঘোষণা দেন জনপ্রশাসন সচিব। পরে স্বাভাবিক প্রক্রিয়ায় তাকে পদোন্নতি দিয়ে গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়। এই ঘটনাটিও বেশ আলোচিত হয়েছিল।
রাজবাড়ীর আলোচিত ঘটনাগুলো
পেঁয়াজ বীজে চারা না গজানো
পেঁয়াজ উৎপাদনে সারা দেশের মধ্যে রাজবাড়ি তৃতীয় অবস্থানে থাকার পরও চলতি বছর কোটি টাকার পেঁয়াজ বীজে চারা না গজানোর বিষয়টি জেলাজুড়ে বেশ আলোচিত হয়েছিল। দেশের মোট পেঁয়াজ উৎপাদনের ১৪ শতাংশ পেঁয়াজ উৎপাদন হয় এই জেলায়। এ বছর কৃষি অফিস থেকে জেলার ৪ হাজার কৃষককে ১ কোটি ৮ লাখ টাকার বিনামূল্যে পেঁয়াজের বীজ দেওয়া হলেও সেই বীজ থেকে কৃষকরা বীজ উৎপাদন করতে পারে নাই। বছরের শেষের দিকে ঘটনাটি জেলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
আলোচনা থেকে বাদ পড়েনি শরীয়তপুরও
দুই শতাধিক পাখি নিধন
২০২৪ সালের জানুয়ারি মাসে শরীয়তপুরের সবচেয়ে বড় আলোচিত ঘটনা ছিল দেশি-বিদেশি অতিথি পাখিসহ দুই শতাধিক পাখি নিধন। ১২ জানুয়ারি ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নের মধ্য সিড্যা গ্রামের খনার পাড় নামক ফসলি জমির মাঠে বিষ দিয়ে এসব পাখি হত্যা করে জমির আইলে সুতা দিয়ে বেধে রেখেছিলেন সিড্যা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শাহজাহান মাদবর। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাকে ২ হাজার টাকা জরিমানা করেছিল।
সাপ আতঙ্কে ওঝা ডেকেছিল থানা পুলিশ
সাপের আতঙ্কে থানা পুলিশের ওঝা ডাকার ঘটনাটিও চলতি বছর শরীয়পুরের বেশ আলোচিত একটি ঘটনা। জেলার সখিপুর থানাটি পদ্মা-মেঘনা নদী বেষ্টিত। চলতি বছরের ২৫ মার্চ থানার নতুন ভবন নির্মাণ করার মাটি খোঁড়ার সময় একের পর এক ভয়ংকর সাপ বেরিয়ে ছড়িয়ে পড়ে থানা ভবনসহ আবাসিক ভবনে। সাপ থেকে মুক্তি পেতে ওঝা ডেকেছিলেন তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান।
বিয়েতে নিমন্ত্রণ না করায় ককটেল বিস্ফোরণ
বিয়েতে নিমন্ত্রণ না করায় বিয়ে বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনাটিও বেশ আলোড়ন সৃষ্টি করেছিল শরীয়পুরে। জেলার জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়নের ইউপি সদস্য নাসির উদ্দিন ও তার সমর্থকদেরকে বিয়ের নিমন্ত্রণ দেয়নি চেরাগ আলী বেপারী কান্দি গ্রামের একটি পরিবার। এতে রাগে-দুঃখে কনের গায়ে হলুদের দিন গত ১৩ এপ্রিল রাতে কনের বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটায় নাসির উদ্দিন ও তার সমর্থকরা। এ ঘটনায় নাসির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছিল।
নরসিংদী জেলাও ছিল নানা আলোচনায়
নরসিংদী জেলা কারাগারে হামলা
চলতি বছরের জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ঘিরে গত ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় কারাগারে অগ্নিসংযোগ করাসহ সেলের তালা ভেঙে দিলে ৯ জঙ্গিসহ ৮২৬ জন কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনাটি জেলাসহ জাতীয় পর্যায়ে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। ওই সময় জেলার ও পুলিশ সুপারের দেওয়া বক্তব্য অনুযায়ী অস্ত্রাগার ও কারারক্ষীদের কাছ থেকে ৮৫টি অস্ত্র ও আট হাজার ১৫০টি গুলি লুট করা হয়। এ ঘটনায় ৭৫ কারারক্ষীর মধ্যে ২০ জন আহত হন। পরে দায়িত্ব অবহেলার দায়ে ৬৬ জন কারারক্ষী এবং অন্যান্য পদের ১০ জনকে বরখাস্ত করা হয়। এর আগে দায়িত্বে অবহেলার দায়ে জেল সুপার আবুল কালাম আজাদ এবং জেলার কামরুল ইসলামকেও বরখাস্ত করা হয়।
মুন্সিগঞ্জের আলোচিত ঘটনাগুলো
আলুর বাড়তি দাম
আলু উৎপাদনে দেশের অন্যতম শীর্ষ জেলা হিসেবে পরিচিত মুন্সিগঞ্জ। ২০২৪ সালের পুরো বছরজুড়েই আলুর বাড়তি দাম নিয়ে আলোচনার শীর্ষে ছিল এই মুন্সিগঞ্জ। অন্যদিকে দেশের সবচেয়ে বেশি হিমাগারও এই জেলায়।
আলু উত্তোলন শুরু হয় জানুয়ারি মাসে তবে ব্যাপক আকারে আলু উত্তোলন শুরু হয় ফেব্রুয়ারির শেষ দিকে। গত বছর মুন্সীগঞ্জে আলু উত্তোলনের পর হতেই হু হু করে বাড়তে থাকে দাম। গত বছর মার্চ মাসের মধ্য সপ্তাহ হতেই আলুর বিক্রি হতে থাকে ৩৫ থেকে ৪০ টাকা কেজিতে। এরপর দাম বেড়ে ডিসেম্বরের শুরুতে বিক্রি হয় ৮০ টাকা কেজি পর্যন্ত।
ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা
মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার আলহাজ্ব ওয়াহেদ আলি দেওয়ান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচনকে কেন্দ্র করে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন হালদারকে গুলি করে প্রকাশে হত্যা করা হয়।
গত ৭ জুলাই দুপুর দেড়টার দিকে পাঁচগাঁও বিদ্যালয়টির মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনার কয়েকদিন পরে অভিযুক্তদের দুটি বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে ফেলে স্থানীয় বাসিন্দারা। এ ছাড়া অপর অভিযুক্ত তিনজনের বাড়িতে ভাঙচুর চালানো হয়।
আলোচনা থেকে বাদ পড়েনি টাঙ্গাইল
বছরজুড়েই নানাভাবে আলোচনা-সমালোচনায় ছিল ঢাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরের একাধিক ধর্ষণ-কাণ্ড। পতিত সরকারের সাবেক এমপি তানভীর হাসান ছোট মনিরের ভাই তিনি। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। পরে এই ঘটনায় তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলায় দায়ের হয়।
প্রতিবেদনটি প্রস্তুতে সহায়তা করেছেন মানিকগঞ্জ প্রতিনিধি সোহেল হোসেন, গাজীপুর প্রতিনিধি শিহাব খান, সাভার প্রতিনিধি লোটন আচার্য্য, নারায়ণগঞ্জ প্রতিনিধি মেহেদী হাসান সৈকত, কিশোরগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ এনামুল হক, ফরিদপুর প্রতিনিধি জহির হোসেন, রাজবাড়ী প্রতিনিধি মীর শামসুজ্জামান সৌরভ, শরীয়তপুর প্রতিনিধি সাইফ রুদাদ, নরসিংদী প্রতিনিধি তন্ময় কুমার সাহা, টাঙ্গাইল প্রতিনিধি অভিজিৎ ঘোষ, মুন্সিগঞ্জ প্রতিনিধি বম শামীম।