বছরজুড়ে ছিনতাই : চাপে ওসিরা, নিয়ন্ত্রণ নিয়ে ‘প্রশ্ন’
২০২৩ সালের পুরোটা সময়জুড়ে ঢাকাবাসীর জন্য আতঙ্কের নাম ছিল ‘ছিনতাই’। ঢাকার অলিগলি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছিনতাইয়ের শিকার হতে হয়েছে অসংখ্য মানুষকে। এসব ঘটনায় অনেকে মোবাইলসহ টাকা-পয়সা হারিয়েছেন। এক পুলিশ সদস্য হারিয়েছেন প্রাণ, আহত হয়েছেন অনেকে।
বিজ্ঞাপন
বাধ্য হয়ে ডিএমপি কমিশনার সংশ্লিষ্ট এলাকার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন, কোনো এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটলে তার দায়দায়িত্ব নির্দিষ্ট থানার ওসিকে নিতে হবে। এর ব্যত্যয় ঘটলে প্রয়োজনে ওসিদের শাস্তির ব্যবস্থাও করবে ডিএমপি।
সর্বশেষ গত ১ জুলাই রাজধানীর ফার্মগেটে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মনিরুজ্জামান তালুকদার (৪০) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হন। গত ২৯ জুন রাতে রামপুরায় বিটিভি অফিসের সামনের রাস্তায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাকিবুল হাসান রানা (৩০) নামের এক সাংবাদিক গুরুতর আহত হন। তিনি বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সহকারী প্রযোজক। ওই দুই ঘটনার পর ছিনতাইকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে নামে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের বিশেষ অভিযানে ৬৭৯ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
রাজধানীতে ছিনতাইয়ের হটস্পট রয়েছে প্রায় ৩০টি। বছরজুড়ে এসব এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর মধ্যে ডিএমপির তেজগাঁও বিভাগ ছিল সবচেয়ে বেশি ছিনতাই-প্রবণ
এদিকে, ঢাকা মহানগরীকে ছিনতাইমুক্ত করে নগরবাসীর চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন করতে এবং অপরাধ ভীতি দূর করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি টাস্কফোর্স গঠন করা হয় গত ৭ অক্টোবর।
বিজ্ঞাপন
ডিএমপির সাসপেক্ট আইডেন্টিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেমের (এসআইভিএস) তথ্যানুযায়ী, রাজধানীতে ছয় হাজারের বেশি মানুষ ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত। এর মধ্যে এক হাজার ৭৩৭ জন ছিনতাই এবং চার হাজার ৪৬১ জন ডাকাতির মতো অপরাধে জড়িত। এসব অপরাধী বছরজুড়ে ২০০-এর বেশি ছিনতাই ও চুরি-ডাকাতির ঘটনা ঘটায়। এসব ঘটনার বাইরেও বহু ছিনতাইয়ের ঘটনা ঘটে। যেগুলোতে ভুক্তভোগীরা কোনো আইনি সহায়তা নেননি।
আলোচনায় ছিল পুলিশ-হত্যা
গত ১ জুলাই রাজধানীর ফার্মগেট এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মনিরুজ্জামান তালুকদার (৪০) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হন। হত্যাকাণ্ডটি রাজধানীসহ সারা দেশে আলোচিত হয়। বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে, ছিনতাইকারীদের হাত থেকে যেখানে পুলিশ সদস্য নিজেকে রক্ষা করতে পারেন না, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কীভাবে দেবে পুলিশ? এরপরই ছিনতাইকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান ঘোষণা করে ডিএমপি।
সেদিন যা ঘটে মনিরুজ্জামানের সঙ্গে
পুলিশ সূত্রে জানা যায়, ওই দিন ভোরে মনিরুজ্জামান ফার্মগেটে পৌঁছালে ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। ছিনতাইকারীরা তাকে জিজ্ঞাসা করেন, কী কাজ করিস, মোবাইল-মানিব্যাগ দে। তখন মনিরুজ্জামান বলেন, আমি চাকরি করি। এ কথা বলার পর ছিনতাইকারীরা তার মানিব্যাগ ও ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দেন। ছিনতাইকারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে সবকিছু কেড়ে নিয়ে পালিয়ে যায়।
বছরজুড়ে যে ৩০ স্পট ছিল ছিনতাইকারীদের আখড়া
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, রাজধানীতে ছিনতাইয়ের হটস্পট রয়েছে প্রায় ৩০টি। বছরজুড়ে এসব এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর মধ্যে ডিএমপির তেজগাঁও বিভাগ ছিল সবচেয়ে বেশি ছিনতাই-প্রবণ। এ বিভাগের অধীন এলাকাতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত এবং সাংবাদিক আহত হন।
মধ্যরাতে ঢাকায় ছিনতাইকারীদের উৎপাত বেশি থাকে। রাত ২টার পর রাজধানীর অধিকাংশ রাস্তা ফাঁকা হয়ে যায়। ফলে ছিনতাইয়ের ঘটনা ঘটে বেশি। তাই মধ্যরাতের এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ডিএমপির সব থানার ওসিদের কড়া নির্দেশনা দিয়েছিলেন কমিশনার
হটস্পটের তালিকায় রয়েছে শাহবাগ, রমনা, মতিঝিল, বাড্ডা, যাত্রাবাড়ী, ডেমরা, ভাটারা, শেরেবাংলা নগর, কলাবাগান, রামপুরা, হাজারীবাগ, মোহাম্মদপুর, বিমানবন্দর, খিলক্ষেত, উত্তরা পশ্চিম ও পল্লবী এলাকা। এ ছাড়া পান্থপথ, টিএসসি, কারওয়ান বাজার, হাতিরঝিল ও তেজগাঁও রেলস্টেশন হলো ছিনতাইয়ের অন্যতম হটস্পট।
মধ্যরাতে ছিনতাই নিয়ে চাপে ছিলেন ওসিরা
সংশ্লিষ্টরা বলছেন, মধ্যরাতে ঢাকায় ছিনতাইকারীদের উৎপাত বেশি থাকে। রাত ২টার পর রাজধানীর অধিকাংশ রাস্তা ফাঁকা হয়ে যায়। ফলে ছিনতাইয়ের ঘটনা ঘটে বেশি। তাই মধ্যরাতের এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ডিএমপির সব থানার ওসিদের কড়া নির্দেশনা দিয়েছিলেন কমিশনার।
ডিএমপি কমিশনারের নির্দেশনায় বলা হয়েছিল, কোনো এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটলে তার দায়দায়িত্ব নির্দিষ্ট থানার ওসিকে নিতে হবে। এর ব্যত্যয় ঘটলে প্রয়োজনে ওসিদের শাস্তির ব্যবস্থাও করবে ডিএমপি।
নানা পদক্ষেপের পরও নিয়ন্ত্রণে আসেনি ছিনতাই
চলতি বছরের জুন থেকে জুলাই পর্যন্ত যখন একের পর এক ছিনতাইয়ের ঘটনা ঘটে তখন নড়েচড়ে বসে প্রশাসন। বিশেষ করে পুলিশ সদস্যকে হত্যা এবং সাংবাদিক আহত হওয়ার পর ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যায় ডিএমপি। ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে সব ডিসি ও ওসিদের সঙ্গে আলাদা-আলাদা বৈঠক করেন তৎকালীন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। বৈঠকে ডিএমপি কমিশনার সবাইকে নির্দেশ দেন, যে কোনো মূল্যে ছিনতাইকারীদের নিয়ন্ত্রণে আনার। রাতে পুলিশের টহল বাড়ানোরও নির্দেশ দেন তিনি।
ছিনতাইকারীদের নিয়ে তৎকালীন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ঈদের বন্ধে রাজধানীতে বিচ্ছিন্নভাবে কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আমরা ঈদের আগেই অনেক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছিলাম। এরপরও দুঃখজনকভাবে ঘটনাগুলো ঘটেছে। পুলিশ এসব বিষয়ে সর্বোচ্চ সতর্ক আছে। ছিনতাইকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। রাজধানীকে ছিনতাইকারীমুক্ত না করা পর্যন্ত এ অভিযান চলবে।
তবে, ডিএমপির এমন নড়েচড়ে বসাতেও কাজ হয়নি। রাজধানীজুড়ে এখনও ছিনতাইকারীদের উৎপাত রয়ে গেছে। আগের চেয়ে কিছুটা কম হলেও মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ঢাকার রাস্তা এখনও অনিরাপদ সাধারণ মানুষের জন্য।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কে এন রায় নিয়তি ঢাকা পোস্টকে বলেন, ছিনতাইকারীদের বিরুদ্ধে ডিএমপির অবস্থান অত্যন্ত কঠোর। নতুন বছরেও আমরা ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখব।
নতুন বছরে যেমন ঢাকা চান নগরবাসী
নতুন বছরে নিরাপদ ঢাকা চান মহানগরের বাসিন্দারা। তারা চান, দিন কিংবা রাত, যে কোনো সময় এ শহরের রাস্তা তাদের জন্য যেন নিরাপদ থাকে। আর যেন কেউ ছিনতাইয়ের শিকার না হন।
গত ১ জুলাই রাজধানীর ফার্মগেটে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মনিরুজ্জামান তালুকদার (৪০) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হন। গত ২৯ জুন রাতে রামপুরায় বিটিভি অফিসের সামনের রাস্তায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাকিবুল হাসান রানা (৩০) নামের এক সাংবাদিক গুরুতর আহত হন
নিরাপদ ঢাকার বিষয়ে রাজধানীর ফার্মগেট তেজকুনি পাড়ার বাসিন্দা মো আয়নাল বলেন, পত্রপত্রিকায় দেখেছি, রাজধানীর মধ্যে সবচেয়ে বেশি ছিনতাই-প্রবণ এলাকা হলো ফার্মগেট। আমরা চাই, নতুন বছরে ফার্মগেটসহ সারা ঢাকায় আর কোনো ছিনতাইয়ের ঘটনা না ঘটে। ছিনতাইকারীদের হামলায় কাউকে যেন মরতে না হয়— এটাই আমাদের প্রত্যাশা।
রাজধানীর কাঁঠালবাগান এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, কারওয়ান বাজারে মাদকসেবী ও ছিনতাইকারীদের অনেক উৎপাত। নতুন বছরে আর এ উৎপাত দেখতে চাই না। সরকার ও প্রশাসন যেন আমাদের ছিনতাইমুক্ত একটি ঢাকা শহর উপহার দেয়, এটাই চাওয়া।
এমএসি/এসকেডি/এমএআর/