নায়িকাদের অস্বস্তিকর অবস্থায় ফেলেন, অভিযোগ নিয়ে মুখ খুললেন বরুণ
বলিউডের বর্তমান সময়ের সেরা অভিনেতাদের একজন বরুণ ধাওয়ান। কিন্তু সহ-অভিনেতা হিসেবে বরুণ ঠিক কেমন? এই নিয়ে বহুবার উঠেছে নানা প্রশ্ন।
নায়িকাদের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ট হতে চাওয়া, কখনও আবার তাদের অপ্রস্তুত অবস্থায় ফেলা...এই ধরনের অসংখ্য অভিযোগ আছে নায়কের বিরুদ্ধে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, কখনও কৃতি শ্যাননকে হুট করে জড়িয়ে ধরছেন বরুণ, যার ফলে বেশ অস্বস্তিতে ভুগছেন অভিনেত্রী। আবার কখনও আলিয়াকে অজান্তেই কোলে তুলে নিচ্ছেন।
এছাড়াও অভিনেত্রী কিয়ারা আদবানিকে পাপারাজ্জির সামনে চুমু খেয়েও আলোচনার সৃষ্টি করেছেন এই অভিনেতা।
বরুণের এমন আচরণে বেশ অস্বস্তিতে পড়তে দেখা যায় নায়িকাদের। মুখে কিছু না বললেও, হাবভাবে স্পষ্ট তাদের বিরক্তির কারণ।
আরও পড়ুন
সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মুখ খুলেছেন বরুণ। অভিনেতার কথায়, ‘বরাবরই আমি মজা করতে ভালোবাসি। সহ-অভিনেতাদের সঙ্গেও একইরকম ব্যবহার করি। কিন্তু সেগুলো সবার সামনে আসে না। অভিনেত্রীদের সঙ্গে মজা করলেই সেটা নিয়ে নানা কথা ওঠে।’
তিনি আরও বলেন, ‘কিয়ারার গালে চুমু খাওয়ার বিষয়টা পুরোটাই আগে থেকে ঠিক করা ছিল। সে কারণেই আমি এবং কিয়ারা দু'জনেই ভিডিওটি শেয়ার করেছিলাম। অন্যদিকে, আলিয়ার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক তাই মজাটা চলতেই থাকে আমাদের মধ্যে।’
আসলে অনেক সময় ভালো কোনও মুহূর্তের খারাপ মানে বের করেন নেটিজেনরা। আমার ক্ষেত্রেও একই বিষয় ঘটেছে- যোগ করেন এই অভিনেতা।
এনএইচ