শুরুতেই চমক দেখাল ‘কোক স্টুডিও বাংলা’
‘নাসেক নাসেক হাপাল গিলা, খিলাবো আজি আমরা/ তকে মকে ধুরিব, গাওনি মাখাবো, হুবালা গাওনি আজি প্যাক থাকিবো লাগিবো’, হাজং ভাষায় রচিত এই লাইনগুলো দিয়েই নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে বাংলাদেশে। বিখ্যাত কোক স্টুডিও এ দেশে যাত্রা শুরু করেছে।
সেই আয়োজনেরই প্রথম গান প্রকাশ হলো গতকাল (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টায়। শিরোনাম ‘নাসেক নাসেক’। হাজং ভাষার এই গানের সঙ্গে সমন্বয় করা হয়েছে বহুল পরিচিত লোকগান ‘দোল দোল দুলুনি’। দুই ঘরানার দুটো গানের অনন্য ফিউশনটি করেছেন অদিত রহমান।
‘নাসেক নাসেক’ গেয়েছেন অনিমেষ রায়। পাশাপাশি এটির কথা-সুরও তার। অন্যদিকে লোকগানটি গেয়েছেন শক্তিশালী কণ্ঠশিল্পী পান্থ কানাই। যেটি লিখেছেন ও সুর করেছেন আবদুল লতিফ। তাদের দু’জনের উচ্ছ্বল গায়কীতে যেন ভেসে গেল শ্রোতাদের মন। যার প্রমাণ দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
গানটি প্রকাশের পর থেকেই প্রশংসার জোয়ার বইছে চারদিকে। ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজে তুমুল আলোচনা চলছে কোক স্টুডিও বাংলার প্রথম গান নিয়ে। মূলত বাংলার বারো মাসে তেরো পার্বণের চেতনাকে ধারণ করে এই গান তৈরি করা হয়েছে। সেই আনন্দ-উৎসবই যেন ছড়িয়ে গেছে সবার মাঝে।
হাজং ভাষার গান প্রায় সবার কাছেই অচেনা, অজানা। এরপরও এই ভাষার গান দিয়ে শুরু হলো কোক স্টুডিওর মতো বিশাল আয়োজন। এটাকে অনেকটা চ্যালেঞ্জিং এবং একইসঙ্গে প্রশংসনীয় বলে মনে করছেন শ্রোতা-সমালোচকরা। এই পরিবেশনার মাধ্যমে বোঝানো হয়েছে যে, কোক স্টুডিও বাংলায় কেবল বাংলা ভাষা নয়, বঙ্গ অঞ্চলের সব ভাষা-সংস্কৃতির সমন্বয় ঘটবে। যা বিশ্ব দরবারে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‘নাসেক নাসেক’ গানের বিবরণে লেখা হয়েছে, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাসে আমরা গর্বের সঙ্গে হাজং ভাষার পাশাপাশি সব আদিবাসীদের ভাষার প্রতি সম্মান প্রদর্শন করছি।’
ইউটিউবে চোখ রাখলে দেখা যায়, মাত্র এক রাতেই গানটির ভিউ ছাড়িয়েছে ৪ লাখ ২০ হাজার। রয়েছে ৪১ হাজারের বেশি লাইক এবং হাজার হাজার প্রশংসাসূচক মন্তব্য। বলাই বাহুল্য, বহুল প্রতীক্ষিত কোক স্টুডিও বাংলা শুরুতেই চমক দেখাল।
উল্লেখ্য, ‘কোক স্টুডিও বাংলা’র পুরো আয়োজনের মিউজিক প্রোডিউসার হিসেবে আছেন মিউজিক জিনিয়াস শায়ান চৌধুরী অর্ণব। প্রজেক্ট প্রযোজনায় গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশ লিমিটেড।
কেআই/আরআইজে