হীরার সন্ধানে গিয়ে গাঁজা খাওয়ার অফার পেলেন অমিতাভ!
![হীরার সন্ধানে গিয়ে গাঁজা খাওয়ার অফার পেলেন অমিতাভ!](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2022January/amitav-cover-20220223181906.jpg)
মুক্তি পেয়েছে অমিতাভ বচ্চন অভিনীত নতুন সিনেমা 'ঝুন্ড'র ট্রেলার। ঘোষণার পর থেকেই আলোচনায় ছিল এই স্পোর্টস বেজ সিনেমা। ৩ মিনিট ১ সেকেন্ডের ট্রেলারের শুরুতে ফুটবল কোচ বিজয় বারশের চরিত্রে দেখা গেছে ‘বিগ বি’কে। বস্তিতে বসবাসকারী একদল প্রতিভাবান ছেলেকে নিয়ে ফুটবল দল গড়েন বিজয়।
বিজ্ঞাপন
সিনেমায় কিশোর-কিশোরীদের অপরাধের জীবন থেকে খেলাধুলায় জীবনে নিয়ে আসার চেষ্টা করতে দেখা গেছে বিজয়কে। তিনি অপরাধীপ্রবণ কিশোরদের একত্রিত করেন এবং তাদের জীবনে পরিবর্তন আনার চেষ্টা করেন। কিন্তু সেই হীরার খোঁজে গিয়ে গাঁজা খাওয়ার অফার পান বিজয়। শেষ পর্যন্ত কী ঘটে তা দেখা যাবে সিনেমা মুক্তি পেলেই।
সিনেমাটি পরিচালনা করেছেন মারাঠি পরিচালক নাগরাজ পপটলাল মঞ্জুল। অমিতাভ বচ্চন ও 'সাইরাট' পরিচালক নাগরাজ মঞ্জুলের প্রথম একসঙ্গে কাজ এটি। আগামী ৪ মার্চ সিনেমা হলে মুক্তি পাচ্ছে 'ঝুন্ড'।
বিজ্ঞাপন
সূত্র : হিন্দুস্তান টাইমস