রশ্মিকার সঙ্গে বিয়ের গুঞ্জন, মুখ খুললেন বিজয় দেভেরাকোন্ডা
তারকাদের এখন বিয়ের মৌসুম। বিয়ের পিঁড়িতে বসছেন একের পর এক তারকা।
গত কয়েকমাসে ভিকি-ক্যাটরিনা থেকে শুরু করে ফারহান-শিবানি, বিক্রান্ত-শীতলসহ বিয়ে করেছেন একগুচ্ছ তারকা। এরই মাঝে সোমবার গুঞ্জন ওঠে যে বিয়ে করছেন বিজয় দেভেরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা।
নতুন ছবি লাইগারের শুটিংয়ের জন্য আপাতত মুম্বাইয়ে রয়েছেন বিজয়। আবার নতুন বাড়ি কিনে একই শহরে রয়েছে রশ্মিকা।
এদিকে বিজয়-রশ্মিকার কেমিস্ট্রি সবসময়ই নজর কেড়েছে মানুষের। শোনা যাচ্ছে এ বছরেই গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন তারা।
এ পর্যন্ত দুটি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন বিজয় ও রশ্মিকা। গীত গোবিন্দম ও ডিয়ার কমরেড, দুটি ছবিই ছিল সুপারহিট। তাদের জুটিকেও পছন্দ করেছিল দর্শক। এখন শোনা যাচ্ছে পর্দার সেই রসায়নই বাস্তবে প্রেমের সম্পর্কে পরিণত হয়েছে।
এ বছরের শুরুতে গোয়ায় একসঙ্গে সময় কাটিয়েছিলেন রশ্মিকা ও বিজয়। শুধু বিজয় নয় সেখানে ছিলেন বিজয়ের ভাই আনন্দও। এমনকি বিজয়ের মায়ের সঙ্গেও ভালো সম্পর্ক রশ্মিকার।
তবে এ বিয়ের খর ছড়িয়ে পড়ার পর টুইটে বিজয় দেভেরাকোন্ডা লিখেছেন- স্বভাবতই ভিত্তিহীন। অর্থাৎ আপাতত বিয়ে করছেন না বলেই ইঙ্গিত দিয়েছেন বিজয়।
এনএফ