‘নানা কারণে এই পদকের গুরুত্ব আমার কাছে অনেক বেশি’
এ বছর ২১ বিশিষ্ট নাগরিক পাচ্ছেন ‘একুশে পদক ২০২১’। ৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব অসীম কুমার দে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এবারের একুশে পদকপ্রাপ্তদের নাম প্রকাশ করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য রাষ্ট্রীয় এই সম্মাননা প্রদান করা হয়। এবারের তালিকায় রয়েছেন সংস্কৃতি অঙ্গনের ৬ গুণী ব্যক্তি।
তাঁরা হলেন সংগীতে পাপিয়া সারোয়ার, অভিনয়ে রাইসুল ইসলাম আসাদ ও সুজাতা আজিম, নাটকে আহমেদ ইকবাল হায়দার, চলচ্চিত্রে সৈয়দ সালাউদ্দিন জাকী ও আবৃত্তিতে ভাস্বর বন্দ্যোপাধ্যায়।
পুরস্কার প্রাপ্তদের তালিকায় নিজের নাম আছে জানার পর ‘ঢাকা পোস্ট’-এর কাছে অনুভূতি প্রকাশ করেন কিংবদন্তি অভিনেতা রাইসুল ইসলাম আসাদ। তিনি বলেন, ‘পুরস্কার সবসময় দারুণ এক অভিজ্ঞতা। ঘোষণার পর থেকে অনেক শুভেচ্ছা বার্তা পাচ্ছি। আপনার সঙ্গে কথা বলতে বলতেও কয়েকটা ফোন চলে এসেছে। ভালোই লাগছে সবার ভালোবাসা পেয়ে।’
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষে এই সম্মাননা প্রাপ্তিতে বেশি উচ্ছ্বসিত এই অভিনেতা, ‘মুজিববর্ষে এই সম্মাননার আনন্দ আরো বাড়িয়ে দিয়েছে। এ দেশ স্বাধীনের জন্য যুদ্ধ করেছি। সেই সময় নেতৃত্ব দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার দল আজ ক্ষমতায়। তাই নানা কারণে এই পদকের গুরুত্ব আমার কাছে অনেক বেশি। আজ এটুকুই বললাম।’
রাইসুল ইসলাম আসাদ ৪ বার শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ১৯৭২ সালে তিনি প্রথম অভিনয়ের জন্য মঞ্চে দাঁড়ান। ১৯৭৩ সালে মুক্তি পায় তাঁর প্রথম সিনেমা ‘আবার তোরা মানুষ হ’। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন আসাদ ঢাকায় গেরিলা যুদ্ধে অংশ নিয়েছিলেন।
এমআরএম/আরআইজে