১৬ বছর পর হামিন আহমেদ
দেশের কালজয়ী ব্যান্ড ‘মাইলস’-এর সদস্য হামিন আহমেদ। যুগ যুগ ধরে ব্যান্ড মিউজিক করে আসছেন। নিয়মিত গাইছেন, বাজাচ্ছেন। কিন্তু একক গানে তাকে খুব একটা পাওয়া যায়নি। সর্বশেষ ২০০৬ সালে ব্যান্ডের বাইরে নিজস্ব গান প্রকাশ করেছিলেন এই কিংবদন্তি।
দীর্ঘ ১৬ বছর পর নতুন একক গান নিয়ে এলেন হামিন আহমেদ। গানের শিরোনাম ‘যেও না চলে’। টিএম রেকর্ডসের ব্যানারে মিউজিক ভিডিওসহ প্রকাশিত হয়েছে গানটি। কৌশিক হোসেন তাপসের কথা ও সংগীতায়োজনে রোমান্টিক গানটিতে নিজের সুরেই কণ্ঠ দিয়েছেন হামিন।
নতুন এই গান নিয়ে তিনি বলেন, ‘এ গানের যে কথা, তা প্রতিটি মানুষের জীবনেই কখনো না কখনো অনুভূত হয়। গানটা সেরকম একটি অনুভূতি থেকেই তৈরি। টিএম রেকর্ডস যেভাবে যত্ন নিয়ে গানের অডিও-ভিজুয়াল উপস্থাপন করছে, এরকম মানসম্পন্ন কাজ আমি খুব একটি দেখিনি আমার সংগীতজীবনে।’
১৬ বছর পর একক গানে ফেরার কারণ জানিয়ে হামিন আহমেদ বলেন, ‘আমি দীর্ঘজীবন মাইলসের বাইরে কখনো খুব বেশি সময় দেইনি কোথাও। ব্যান্ডের বাইরেও কিছু গান যা আমাকে উৎসাহিত করে, সে ধরণের কিছু গান এখন থেকে গাইবো। এ গানটির কৃতিত্ব টিএম পরিবারের। তারা যেভাবে সংগীতের পরিবেশ তৈরি করে দেয়, সেখানে নতুন নতুন সুন্দর কাজ তৈরি হতে বাধ্য।’
মালদ্বীপে চিত্রায়িত এই মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। প্রযোজনা ও স্টাইলিংয়ে ফারজানা মুন্নী। ভিডিওতে মডেল হয়েছেন আফরিন রাজিয়া তৃনা ও নিবিড় আদনান নাহিদ।
উল্লেখ্য, সদ্য বিদায়ী বছরের ডিসেম্বরে যাত্রা শুরু করেই সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান টিএম রেকর্ডস একের পর এক মানসম্পন্ন গান নিয়ে আসছে শ্রোতাদের জন্য। বাংলা গানের বিশ্বায়নের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি।
কেআই