শাওন বললেন, ‘আমি নির্বাচন করছি না’
আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বড় পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’র ২০২২-২৪ মেয়াদের নির্বাচন। এরমধ্যেই জানা গেছে ঠিক একইদিনে অনুষ্ঠিত হবে টেলিভিশন অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’-এর নির্বাচনও।
একাধিক গণমাধ্যমে খবর ছড়ায় টিভি অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’-এর নির্বাচনে অংশ নিচ্ছেন নির্মাতা, অভিনেত্রী ও সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন।
তবে মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে এই খবরটি একেবারেই উড়িয়ে দিলেন প্রয়াত নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদপত্নী শাওন।
আপনি কী ‘অভিনয়শিল্পী সংঘ’-এর নির্বাচনে অংশ নিচ্ছেন? এমন প্রশ্নে জবাবে শাওন বলেন, ‘না না না। খবরটি একেবারেই ভুল। আমি কোনো নির্বাচন করছি না।’
এই অভিনেত্রী বলেন, ‘আমার সঙ্গে এ বিষয়ে কেউ যোগাযোগই করেনি। আমি নিজেও জানি না। এবং নির্বাচন করার কোনো চিন্তাভাবনাও নাই।’
তিনি আরও যোগ করেন, ‘আমি জানি না, এটা কেন ছড়াল? আমাকে একটু আগে একজন নির্মাতা কল করেছিলেন। তার কাছ থেকেই বিষয়টা প্রথম জানলাম। এরপর আপনি কল দিলেন। নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছাই আমার নেই।’
উল্লেখ্য, আগামী ১৪ জানুয়ারি ‘অভিনয়শিল্পী সংঘ’র আগামী নির্বাচন বিষয়ে বিস্তারিত ঘোষণা করা হবে। তবে প্যানেলগুলোর চূড়ান্ত তালিকা এখনো তৈরি হয়নি।
আরআইজে