গান আড্ডায় গানবাংলার জন্মোৎসব উদযাপন
অষ্টম বর্ষে পদার্পন করলো দেশের একমাত্র মিউজিক চ্যানেল গানবাংলা। ১৬ ডিসেম্বর বিজয়ের প্রথম প্রহরে কেক কেটে জন্মদিন উদযাপন করলো চ্যানেলটি। স্বাস্থ্যবিধি মেনে গান আড্ডা আর উদযাপনে রাতব্যাপী যেন তারকাদের মিলনমেলায় পরিণত হলো গানবাংলা প্রাঙ্গন।
গানবাংলার জন্মদিনে তথ্যমন্ত্রী, সংষ্কৃতি প্রতিমন্ত্রী আইসিটি মন্ত্রী উপস্থিত ছিলেন। এছাড়া সংগীতাঙ্গনের জনপ্রিয় শতাধিক তারকা পাঠিয়েছেন শুভেচ্ছা বার্তা। জন্মদিনে গানবাংলার ফেসবুক পেজে প্রকাশিত হচ্ছে গানবাংলা নিয়ে তাদের শুভেচ্ছা ও ভালোলাগার বার্তা।
গানবাংলার প্রধান নির্বাহী ও সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপস জানান, ব্যক্তিগত কারণে তিনি ও গানবাংলার চেয়ারপার্সন ফারজানা মুন্নি যুক্তরাস্ট্রের বোস্টনে অবস্থান করছেন। তবে, লাইভ ভিডিওর মাধ্যমে সঞ্চালনা করেন তারা। একইসঙ্গে যুক্তরাস্ট্র থেকে হামিন আহমেদ, ফুয়াদ আল মুক্তাদির ও নিজ স্টুডিও থেকে হাবিব অংশগ্রহণ করেন।
গানবাংলা কার্যালয়ে উপস্থিত ছিলেন ব্যান্ড তারকা মাকসুদ, হাসান, এসআই টুটুল, বালাম, অর্নব ও সুনিধিসহ অসংখ্য তারকার।
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘গানবাংলার সপ্তম বর্ষপূর্তিতে তাদের উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করছি। আমাদের সংগীতকে বিশ্বময় ছড়িয়ে দিয়েছে গানবাংলা সত্যিই প্রশংসার দাবিদার। এ অর্জন আপনাদের কিন্তু প্রাপ্তি সমগ্র জাতির। আমি আমার পক্ষ থেকে গানবাংলার সকল কলাকুশলী ও শিল্পী-শ্রোতাদের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি।’
কেক কাটার পাশাপাশি শিল্পীদের পরিবেশনায় চলে রাতভর গান। পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে গানবাংলা টেলিভিশন।
২০১৩ সালের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বর্ণাঢ্য আয়োজনে যাত্রা শুরু করে চ্যানেলটি। দেশীয় সংগীতকে আন্তর্জাতিক মানসম্পন্ন করে উপস্থাপন করা সহ বিশ্বময় বাংলা গানকে ছড়িয়ে দেয়ার সংকল্প নিয়ে প্রতিষ্ঠার শুরু থেকে প্রশংসনীয় ভূমিকা রেখে আসছে চ্যানেলটি।