গায়কের সঙ্গে প্রেমের গুঞ্জনে সুবাহ বললেন, ‘আমরা ভালো বন্ধু’
ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে প্রেম ছিল মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রার; এ কথা কম-বেশি সকলেরই জানা। সুবাহ নিজেই ২০১৮ সালে এক ভিডিওবার্তার মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আনেন। এরপর এ নিয়ে নানা বিতর্ক, সমালোচনা হয়েছে।
নাসির হোসেন নতুন করে ঘর বেঁধেছেন। গত ভালোবাসা দিবসে তামিমা তাম্মি নামের এক নারীকে বিয়ে করেন তিনি। সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে, নাসিরকে ভুলে সুবাহও নতুন সম্পর্কে জড়িয়েছেন। অবশ্য ইঙ্গিতটা এসেছে সুবাহর কাছ থেকেই।
গত নভেম্বরে ফেসবুকে সুবাহ লিখেছিলেন, ‘হ্যাঁ, আমি প্রেমে পড়েছি। নতুন এবং গভীরভাবে। খুব শিগগিরই আমি তাকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, ইনশাআল্লাহ।’
এরপর থেকেই কানাঘুষা চলছিল, কার সঙ্গে মনের লেনাদেনা করলেন সুবাহ। বেশ কিছু দিন ধরে সংগীতশিল্পী ইলিয়াস হোসাইনের সঙ্গে ঘোরাফেরা করতে দেখা গেছে তাকে। এছাড়া শনিবার (১৮ ডিসেম্বর) সুবাহ নিজেও ইলিয়াসের সঙ্গে তোলা কয়েকটি ছবি শেয়ার করেছেন।
সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যে পুরুষ নারীদের সম্মান করতে জানে, আমি নিশ্চিত সে কোনো সম্মানিত মায়ের সন্তান। একজন ভালো বন্ধু, ভালো মনের পুরুষ। সে ভবিষ্যতে ভালো প্রেমিক, ভালো জামাই, ভালো বাবা হতে পারে। কিন্তু সবার আগে ভালো বন্ধু হওয়া জরুরি। বোঝাপড়া না থাকলে কোনো সম্পর্কই টেকে না।’
সুবাহর এমন পোস্টের পর গুঞ্জন মাথাচাড়া দিয়ে ওঠে। অনেকেই বলাবলি করছেন, ইলিয়াসের সঙ্গেই প্রেম করছেন তিনি। বিষয়টি নিয়ে ঢাকা পোস্টের সঙ্গে কথা বলেন সুবাহ। জানালেন, প্রেম নয়, কেবল বন্ধুত্ব রয়েছে তাদের মধ্যে।
সুবাহ বলেন, ‘আমরা খুব ভালো বন্ধু। দেখুন, আমি একজন অভিনেত্রী। আমার সঙ্গে গায়ক, নায়ক এরকম মানুষদের বন্ধুত্ব তো থাকতেই পারে। এটাকে প্রেম বলে গুঞ্জন ছড়ানোর কী আছে! ইলিয়াস আমার ভালো বন্ধু। আমরা একসাথে ঘুরেছি, মাঝেমধ্যেই ঘুরি। এটা স্বাভাবিক, হতেই পারে।’
নতুন প্রেমে পড়ার ইঙ্গিত দিয়ে যে স্ট্যাটাস দিয়েছিলেন, সে বিষয়টি নিয়ে জানতে চাইলে সুবাহ বলেন, ‘আমি প্রেমিক নিয়ে কিছু বলিনি। বলেছি, আমার লাইফে বিশেষ কেউ আসবে, তাকে পরিচয় করিয়ে দেব। সেটা হতে পারে প্রেমিক কিংবা স্বামী। কিন্তু আমি কয়েকটা ছবি আপলোড দিলেই তো সেই পরিচয় করানো হয়ে গেল না।’
আগামী ১৯ ফেব্রুয়ারি সুবাহর জন্মদিন। সেই বিশেষ দিনেই বিশেষ মানুষটির সঙ্গে পরিচয় করিয়ে দেবেন বলে ইঙ্গিত দিলেন তিনি। বললেন, ‘আমার পরিকল্পনা আছে জন্মদিনে তাকে পরিচয় করিয়ে দেওয়ার। দেখা যাক।’
কেআই/আরআইজে