সাব্বির-শম্পার নতুন গান, সুর দিলেন প্লাবন
বাংলাদেশের জনপ্রিয় গায়ক সাব্বির নাসির এবং কলকাতার ‘সারেগামাপা’ খ্যাত গায়িকা শম্পা বিশ্বাসকে গত এপ্রিলে এক সুতোয় বাঁধেন প্লাবন কোরেশী। দুই বাংলার শিল্পীকে নিয়ে তিনি তৈরি করেন ‘বিনোদিনী রাই’। গানটির কথা ও সুর করেন প্লাবন কোরেশী। প্রকাশের পর দুই বাংলায় দারুণ সাড়া ফেলে গানটি।
এবার নতুন আরও দুটি গান নিয়ে হাজির হচ্ছেন এই দুই শিল্পী। নতুন দুটি গানের আপাতত শিরোনাম রাখা হয়েছে ‘হারমনি বাজাও’ এবং ‘ধন্য ধন্য’ । গান দুটির কথা ও সুর করছেন প্লাবন কোরেশী।
গানটি নিয়ে সাব্বির নাসির বলেন, ‘ফোক ঘরনার গান এগুলো। তবে প্রেমও থাকবে। এরমধ্যে একটি গানের কথায় অনেক ব্যপ্তি রয়েছে। আগের গানেও প্লাবন দা অনেক সুন্দর সুন্দর উপমা ব্যবহার করেছেন । এবারের নতুন গানেও সেই চমক থাকছে ।’
কলকাতার শম্পা বিশ্বাস এ বিষয়ে বলেন, ‘যে ধরনের গান আমি করতে অভ্যস্ত সেই ধারার গানের শিল্পী, সুরকার ও গীতিকারের সঙ্গে কাজ করতে আমার বেশ ভালো লাগে। আর সেই কাজ করার জায়গাটা এবং সফল হবার বিষয়টির সাথে প্লাবন দা এবং সাব্বির ভাই অবশ্যই জড়িত। আশা করি, নতুন দুটি গানও সকলের ভালো লাগবে।’
নতুন গানের বিষয়ে প্লাবন কোরেশী বলেন, ‘বিনোদিনী রাই যখন সফল হলো তখন সিদ্ধান্ত নিলাম যে আমরা তিনজন মিলে আরও কিছু ভালো গান শ্রোতাদের উপহার দেবার চেষ্টা করতে পারি । শ্রোতারাই আমাদের প্রেরণার উৎস। আমি নতুন গানে যতটা সম্ভব ভালো করার চেষ্টা করেছি। দর্শক-শ্রোতারাই সবশেষ রায়টা দেবেন।’
আরআইজে