জন্মদিনে বরিশাল মাতাবেন ঐশী
‘ঐশী এক্সপ্রেস’ অ্যালবামের মধ্য দিয়ে ২০১৫ সালে সংগীতাঙ্গনে আনুষ্ঠানিকভাবে পা রাখেন ফাতিমা তুয যাহরা ঐশী। এরপর থেকে দিন যত গেছে এই অঙ্গনে ততই নিজের জায়গা পোক্ত করেছেন তিনি। সেরা গায়িকা হিসেবে ঘরে তুলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। কদিন আগেই পাস করেছেন এমবিবিএস।
তরুণ প্রজন্মের জনপ্রিয় এই গায়িকার জন্মদিন আজ বুধবার (৮ ডিসেম্বর)। আর এদিন গানে গানে বরিশাল মাতাবেন নোয়াখালীর এই কন্যা। আজ বিকেল ৪টা থেকে বরিশালের শহীদ আব্দুর রব সেরেনিয়াবাত স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে ‘সম্প্রীতির আলোয় আলোচিত কনসার্ট’। আর এই অনুষ্ঠানের গান করবেন ঐশী।
জানা গেছে, বরিশাল মুক্ত দিসব উপলক্ষে এই কনসার্টের আয়োজন করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। কনসার্টে নিজের জনপ্রিয় গানগুলোর পাশাপাশি উপস্থিত দর্শক-শ্রোতাদের অনুরোধের গানগুলো শোনাবেন ঐশী।
এই গায়িকা বলেন, ‘গত কয়েক বছর ধরেই দেখা যায় জন্মদিন আমার কোনো না কোনো শো থাকে। এটা আমি খুব এনজয় করি। আজকের জন্মদিনটা বরিশালবাসীর সঙ্গে কাটবে। বরিশালে আগে অনেক শো করলেও ওই স্টেডিয়ামে এবারই প্রথম গাইব। আশা করি দারুণ উপভোগ্য হবে সময়টা।’
জানা গেছে এই আয়োজনে আরও গান করবে ব্যান্ড ওয়ারফেজ, আর্টসেল, সাবকনশাস, ও লালন।
আরআইজে