কিংবদন্তি কমল হাসান হাসপাতালে ভর্তি
ভারতীয় সিনেমার কিংবদন্তি তারকা কমল হাসানকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার শরীরে বাসা বেঁধেছে বিশ্বজুড়ে তাণ্ডব চালানো মহামারি করোনাভাইরাস। খবরটি তিনি নিজেই টুইট করে জানিয়েছেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরেন কমল হাসান। ফেরার পথেই তার শরীরে কিছুটা অস্বস্তি লাগছিল। হালকা কাশি হচ্ছিল। এরপর করোনা টেস্ট করেন। রিপোর্ট আসে পজিটিভ। তাই হাসপাতালে ভর্তি হয়ে আইসোলেশনে রয়েছেন অভিনেতা।
অনুরাগীদের সাবধান করে দিয়ে কমল হাসান বলেছেন, ‘করোনা মহামারি এখনো বিদায় জানায়নি। তাই সবাই সাবধানে থাকুন।’
এদিকে কমল হাসানের করোনায় আক্রান্তের ফলে সংশয় দেখা দিয়েছে ‘বিগ বস তামিল সিজন ৫’-এর সঞ্চালনা নিয়ে। কেননা এটি তিনিই সঞ্চালনা করে থাকেন। কিন্তু এখন যেহেতু তিনি হাসপাতালে ভর্তি। সুতরাং তার পরিবর্তে অন্য কাউকে বেছে নেওয়া হবে নাকি অনুষ্ঠানটির সময় পেছানো হবে; তা সময়ই বলে দেবে।
গত ৭ নভেম্বর ৬৭ বছরে পা দিয়েছেন কমল হাসান। এই বয়সেও নিয়মিত কাজ করে যাচ্ছেন অভিনেতা। জন্মদিনের আগেই প্রকাশ্যে আসে তার নতুন সিনেমা ‘বিক্রম’-এর পোস্টার। যেটা দেখে মুগ্ধ হয়েছে দর্শক।
উল্লেখ্য, কমল হাসান তার ক্যারিয়ার শুরু করেছিলেন ১৯৬০ সালে শিশুশিল্পী হিসেবে। এরপর অসংখ্য নন্দিত সিনেমা উপহার দিয়েছেন। অনবদ্য অভিনয়ে জিতেছেন চারবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ১৯ বার ফিল্মফেয়ার পুরস্কার। এছাড়া ভারতের রাষ্ট্রীয় সম্মাননা পদ্মশ্রী, পদ্মভূষণও পেয়েছেন এ কিংবদন্তি।
কেআই