ঠান্ডা মাথার খুনি ‘বব বিশ্বাস’, টিজারেই সাড়া ফেললেন অভিষেক
সংলাপ ও চরিত্র একই। শুধু বদলেছে অভিনেতা। সুজয় ঘোষের ‘বব বিশ্বাস’ এবার অভিষেক বচ্চন। গত বছরই কলকাতায় এসে ছবিটির শুট করে গেছেন জুনিয়র বচ্চন। ঠান্ডা মাথার এ খুনি কতটা সাংঘাতিক হতে পারে? পর্দায় সেই ম্যাজিক দেখার অপেক্ষাতেই ছিলেন দর্শকরা। জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বব বিশ্বাস হালকা ঝলক দিলেন। তাতেই সরগরম নেটদুনিয়া।
চোখে বেশি পাওয়ারের চশমা। মাথায় পরচুলা। তাতে সামান্য টাক। মধ্যপ্রদেশ থুড়ি ভুঁড়িও রয়েছে। আর পাঁচটা ছাপোষা, মধ্যবিত্ত বাঙালি রূপেই ধরা দিলেন ‘বব বিশ্বাস’ ওরফে অভিষেক বচ্চন। তা দেখে উন্মাদনা আরও বেড়েছে। নেপথ্যে দিয়া অন্নপূর্ণা ঘোষ, সুজয় ঘোষের মেয়ে। তিনি ‘বব বিশ্বাস’ পরিচালনার মাধ্যমেই বলিউডে পরিচালক হিসেবে শিকে ছিঁড়ছেন।
টিজারে শোনা যায় এক রোমাঞ্চকর সংলাপও- ‘আপনার হয়তো মনে নেই, কিন্তু আপনি আদতে একজন খারাপ লোক।’
শুক্রবার প্রকাশ্যে এসেছে ছবির মূল ট্রেলার। ‘তোমার নাম বব বিশ্বাস….’ পরের ২ মিনিট ৩২ সেকেন্ডের পরতে পরতে রয়েছে রহস্য এবং রোমাঞ্চ।
২০১২ সালে সুজয় ঘোষ পরিচালিত ‘কাহানি’ ছবিতে এ বব বিশ্বাসের চরিত্রে অভিনয় করেই বাজিমাত করেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। কিন্তু ‘কাহানি’র প্রিক্যুয়েল হিসেবেই যখন ‘বব বিশ্বাস’ ছবিটি তৈরির কথা ঘোষণা করা হলো, তখন জাতীয়স্তরের দর্শকদের কথা মাথায় রেখেই শাশ্বত নয়, বরং দুই প্রযোজক সুজয় ও শাহরুখ খান অভিষেক বচ্চনকে বেছে নিয়েছেন। যা নিয়ে বিতর্কও কম হয়নি। তবে সবটাই এখন অতীত। এখন দর্শকরা দেখার অপেক্ষায় রয়েছেন একজন ঠান্ডা মাথার খুনির চরিত্রে অভিষেক বক্স অফিসে কটা ছক্কা হাঁকাতে পারে?
কলকাতায় প্রায় ৪০ দিন ধরে শহরের বিভিন্ন অংশে শুট করেছিলেন জুনিয়র বচ্চন। এর মধ্যেই করোনার হানা। তবে এবার ‘বব বিশ্বাস’ দর্শকদের জন্য আসতে প্রস্তুত। আগামী ডিসেম্বর মাসের ৩ তারিখে জি৫ -এ মুক্তি পাচ্ছে এ ছবি। অভিষেকের পাশাপাশি সিনেমায় অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং-ও।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
এসএসএইচ