ছেলে গ্রেফতারের পর যেসব শর্তে শুটিংয়ে ফিরেছেন শাহরুখ
ছেলে আরিয়ান খানের গ্রেফতার ও জামিন নিয়ে সম্প্রতি খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে শাহরুখ খানকে। বহু জটিলতার পর ২৯ অক্টোবর জামিন হয় আরিয়ানের। এরপর থেকে ছেলের নিরাপত্তা নিয়ে বেশ উদ্বিগ্ন শাহরুখ খান।
তবে এরইমধ্যে শুটিংয়ে ফিরেছেন বলিউড কিং। তবে কিছু শর্ত জুড়ে দিয়ে কাজে ফিরেছেন তিনি। এ জন্য পরিচালকদের তিনি বলেছেন, যেসব শুটিং ভারতের বাইরে হবে সেগুলোর শিডিউল একটানা না রেখে, মাঝে কিছুটা বিরতি দিয়ে রাখতে। এতে করে তিনি মাঝের ওই সময়টাতে কয়েকদিনের জন্য বাড়ি ফিরতে পারবেন।
এছাড়া তিনি যে সময়টাতে থাকতে পারছেন না ওই সময়টাতে অন্য শুটিং কিভাবে চালিয়ে নিলে কাজের কোনো ক্ষতি হবে না তা নিয়েও পরিচালকদের ভাবতে বলেছেন এসআরকে।
এর আগে খবর পাওয়া গিয়েছিল শাহরুখ খান তার ছেলের জন্য একজন বডিগার্ড খুঁজছেন। তার নিজের বডিগার্ড রবি সিং যেহেতু তার সাথে বহুদিন ধরে আছেন তাই তিনিই রবিকেই আপাতত ছেলের সাাথে থাকতে বলেছেন। আর নিজের জন্য নতুন একজনকে নিয়োগ দিয়েছেন।
ভারতে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ২৩ বছর বয়সী ছেলে আরিয়ান খানকে নিষিদ্ধ মাদক রাখা ও সেবনের অভিযোগে ৩ অক্টোবর গ্রেফতার করা হয়।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
এনএফ