মমতাজ বললেন ‘ভালো দুটি গান গাইলাম’
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও সাংসদ মমতাজ বেগমের নামের সঙ্গে জড়িয়ে আছে হাসান মতিউর রহমানের নামটি। ক্যারিয়ারের শুরু থেকে এ পর্যন্ত হাসান মতির সুরেই সবচেয়ে বেশি গান করেছেন এ গায়িকা। এ পর্যন্ত দুজনের জুটি বেঁধে করা গানের সংখ্যা প্রায় ৪০০। অনেক হিটও উপহার দিয়েছেন তারা।
মাঝে চার-পাঁচ বছর বিরতি দিয়ে আবারও নতুন গান নিয়ে আসছেন মমতাজ-মতি। মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতে মৌচাকের লং প্লে স্টুডিওতে হাসান মতেউর রহমানের কথায় দুটি গানে কণ্ঠ দেন মমতাজ। নাজির মাহমুদের সুরে এগুলোর সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।
নুতন গান নিয়ে হাসান মতিউর রহমান বলেন, ‘মমতাজ শুধু গান দুটি গাইলেন না, অসাধারণ গাইলেন। আমার ভালোলাগার কারণ নিজের লেখা বলে নয়। কোনো শিল্পী যখন গান গেয়ে খুশি হয়ে বলেন, খুব ভালো দুটি গান গাইলাম, তখন একজন গীতিকবি হিসেবে আনন্দে আমার চোখ দিয়ে পানি এসে যায়। আজকেও তাই হলো। মমতাজের এই একটা গুণ। মানুষের প্রশংসা করতে কখনও কৃপণতা করেন না।’
তিনি আরও জানান, এ দুটি গানের একটি আসবে ধ্রুব মিউজিক স্টেশন থেকে। অন্যটি প্রকাশ করবে সাউন্ডটেক। তার আগে তৈরি করা হবে গান দুটির ভিডিও। মমতাজ নিজেও ভিডিওতে উপস্থিত থাকবেন বলে কথা দিয়েছেন।
‘তুমি যেদিন লাশ হবে’ এবং ‘তুই কি আমার পর’ শিরোনামের গান দুটির ভিডিও শিগগিরই শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হবে।
আরআইজে