আরিয়ানের মামলার তদন্ত থেকে সরিয়ে দেওয়া নিয়ে যা বললেন সমীর
শাহরুখ পুত্র আরিয়ান খানের মাদক মামলা থেকে তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। মামলাটি তদন্ত করছিলেন সমীর ওয়াংখেড়ে। ৮ কোটি টাকার চাঁদাবাজির অভিযোগ ওঠার পর তাকে সরিয়ে দিল ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।
আরিয়ানের মাদক মামলা তদন্তের দায়িত্ব পেয়েছে সিনিয়র কর্মকর্তা সঞ্জয় সিংয়ের নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল। সঞ্জয় সিং ওডিশা ক্যাডারের ১৯৯৮ সালের ব্যাচের অফিসার।
এদিকে সমীর ওয়াংখেড়ে দাবি করেছেন, তাকে তদন্ত থেকে সরানো হয়নি। সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেছেন, ‘আমাকে তদন্ত থেকে সরানো হয়নি। কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে মামলার তদন্ত করার জন্য রিট পিটিশন করেছি। তাই আরিয়ান খান মামলা ও সমীর খানের মামলার তদন্ত করবে দিল্লি এনসিবির সিট।’
তিনি জানান, দিল্লি ও মুম্বাইয়ের সমন্বয়ে তদন্ত চলবে।
আরিয়ানের মামলায় শুরু থেকে একের পর এক বিতর্কে জড়িয়েছেন সমীর ওয়াংখেড়ে। এনসিপি নেতা নবাব মালিক তার ধর্মপরিচয় নিয়েও প্রশ্ন তুলেছেন। সমীরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছেন প্রভাকর।
এসএসএইচ