আবারও এনসিবির কার্যালয়ে আরিয়ান
মাদক মামলায় গ্রেফতার হওয়ার পর প্রায় চার সপ্তাহ বন্দী ছিলেন শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। গত ২৮ অক্টোবর তিনি মুম্বাই আদালত থেকে জামিন পান। তবে জামিনের সঙ্গে তাকে বেশ কিছু শর্ত দেওয়া হয়।
সেই শর্ত মোতাবেক আবারও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) কার্যালয়ে হাজিরা হয়েছেন আরিয়ান খান। শুক্রবার (৫ নভেম্বর) তাকে এনসিবির দফতরে যেতে দেখা যায়। এসময় কড়া নিরাপত্তার মধ্যে তিনি প্রবেশ করেন এবং বের হয়ে আসেন।
জামিনের সময় আদালত বলে দিয়েছিলেন, প্রতি শুক্রবার আরিয়ানকে হাজিরা দিয়ে যেতে হবে। এছাড়া আরও কিছু শর্ত দেওয়া হয়েছে তাকে। যেমন- অনুমতি ছাড়া বিদেশে যেতে পারবেন না, যে ধরনের পার্টি থেকে তিনি গ্রেফতার হয়েছেন, সেরকম পার্টি করতে পারবেন না।
দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকলেও ভারতের যেকোনো স্থানে যাওয়ার অনুমতি রয়েছে আরিয়ানের। তাই বাবা শাহরুখের জন্মদিন উপলক্ষে পুরো পরিবার আলিবাগে ফার্মহাউজে যায়। আরিয়ানও তাদের সঙ্গে সেখানে গিয়েছেন। ফার্মহাউজ থেকে ফিরেই এনসিবির কাছে হাজিরা দিয়েছেন এ তরুণ।
গত ২ অক্টোবর মুম্বাই উপকূলে একটি প্রমোদতরীতে পার্টি করা অবস্থায় এনসিবির হাতে আটক হন আরিয়ান। এরপর জিজ্ঞাসাবাদ শেষে তাকে ৩ অক্টোবর গ্রেফতার দেখানো হয়। দুই দফায় তার জামিন আবেদন নাকচ করে দিয়েছিলেন আদালত। এ কারণে প্রায় ২২ দিন তিনি মুম্বাইয়ের আর্থার রোড জেলের কয়েদী ছিলেন। বাকি দিনগুলো কেটেছে এনসিবির হেফাজতে।
কেআই