মুনমুনই ছিলেন সুব্রতর প্রথম নায়িকা
পঞ্চায়েত ও গ্রামোন্নয়নসহ রাজ্যের চারটি দফতরের মন্ত্রী ও কলকাতার সাবেক মেয়র সুব্রত মুখার্জি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
সুব্রত মুখার্জির মৃত্যুর খবরে অনেকটাই থম মেরে গেছেন ভারতীয় অভিনেত্রী মুনমুন সেন।
তিনি বলেন, অনেকেই জানেন না, প্রসেনজিৎ, সৌরভ গাঙ্গুলী এবং সুব্রত মুখার্জি মধ্যে সুব্রতরই প্রথম ছোটপর্দায় অভিষেক হয়েছিল। দূরদর্শনে তার প্রথম ধারাবাহিক। নাম ‘চৌধুরী ফার্মাসিউটিক্যালস’। তাতে উনার বিপরীতে নায়িকা ছিলাম আমিই!
স্থানীয় এক গণমাধ্যমকে তিনি বলেন, খবরটি পেয়েছি। প্রতিক্রিয়া দেওয়ার জায়গায় এখনও নিজেকে সেভাবে দাঁড় করাতে পারিনি। উনার সঙ্গে আমার আর আমার স্বামী রানার দীর্ঘ দিনের পারিবারিক সম্পর্ক। এক জন তুখোড় রাজনীতিকের মৃত্যু যেমন শূন্যতা তৈরি করে, তেমনই বন্ধু হারানোটাও ব্যক্তিগত জীবনে একটা ফাঁকা জায়গা তৈরি করে দেয়।
রাজনীতিতে একই দলে কাজ করেছি উল্লেখ করে মুনমুন বলেন, সেই সুবাদে কাছ থেকে দেখেছি, শিখেছি।
তিনি বলেন, সুব্রতদা আমার দেখা সবচেয়ে গোছানো, দক্ষ রাজনীতিবিদদের একজন। কলকাতার মেয়র থাকাকালীন অনেক সুন্দর করে সাজিয়েছিলেন আমাদের শহরকে। স্পষ্টবাদী এবং শিক্ষিত রাজনীতিকের এই ধারাটাও বোধ হয় তার সঙ্গেই হারিয়ে গেল।
দুর্গাপূজায় শেষ দেখা হয়েছিল জানিয়ে এই অভিনেত্রী বলেন, উৎসবের মধ্যে এমন দুঃসংবাদ পেয়ে আরও একটা উৎসবের কথা অদ্ভুত ভাবে মনে পড়ছে। এবার দুর্গাপূজায় সুব্রতদার সঙ্গে দেখা হয়েছিল। হঠাৎ মনে হলো, এক বার একডালিয়া এভারগ্রিনের পূজায় যাই। চলেও গেলাম আমি আর রানা। দেখা হলো বহু দিন পর, খানিক গল্পগুজবও। আজ মনে হচ্ছে, ভাগ্যিস গিয়েছিলাম!
এমএইচএস