চলে গেলেন বলিউডের গুণী অভিনেতা ইউসুফ হোসেন
‘বিবাহ’, ‘রইস’, ‘দিল চাহ্তা হ্যাঁয়’ খ্যাত ভারতীয় অভিনেতা ইউসুফ হোসেন আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৩১ অক্টোবর) তার মৃত্যুর খবর টুইট করে জানিয়েছেন পরিচালক হনসল মেহ্তা। ইউসুফ হোসেনের মেয়ে সাফিনার বর তিনি।
হনসল মেহ্তার বরাত দিয়ে ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, গত শুক্রবার (২৯ অক্টোবর) রাতে বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যু হয়।
২০১৩ সালে রাজকুমার রাও অভিনীত ‘শাহিদ’ ছবিটি বানানোর সময়ে ইউসুফ তার জামাইকে নানাভাবে সাহায্য করেছিলেন। সে সব কথা মনে পড়ছে হনসলের। জানালেন, ইউসুফকে শ্বশুর হিসেবে নয়, নিজের বাবার মতোই ভালোবাসতেন তিনি।
ইউসুফের মৃত্যুর খবর দেওয়ার সময়ে হনসল লিখলেন, ছবির শুটিংয়ের মাঝপথে আটকে রয়েছি। টাকার অভাবে কাজ এগোচ্ছে না। ভেবেছিলাম আমার পেশাদার জীবন শেষ। ঠিক সেই সময়ে তিনি আমার কাছে এলেন। বললেন, আমার কাছে কিছু জমানো টাকা আছে। তোমার বিপদে সে টাকা কাজে না লাগলে আর কোথায় লাগবে? সেই টাকা দিয়ে কাজ শেষ করলাম। তৈরি হল ‘শাহিদ’। ইনি ইউসুফ হোসেন। জীবনকে যদি শরীর দেওয়া যায়, আকার দেওয়া যায়, তা হলে বলব, তিনিই জীবন। আজ তিনি নেই। আমি অনাথ।
বলি তারকাদের মধ্যে কুবরা সেট, পূজা ভট্ট, মনোজ বাজপেয়ী প্রয়াত অভিনেতা ইউসুফের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন টুইটারে।
এইচকে