গাছ থেকে আমলকী পেড়ে শৈশবে ফিরলেন মিমি
মিমি চক্রবর্তী ব্যস্ত অভিনেত্রী, পাশাপাশি ভারতের যাদবপুরের সাংসদও তিনি। তার কাঁধে অনেক দায়িত্ব। কিন্তু মিমির মন বলছে ‘মনতো এখনো সবুজ’।
মিমি চক্রবর্তীর বেড়ে ওঠা অরুণাচল প্রদেশে ও উত্তরবঙ্গে। স্বাভাবিকভাবেই বোঝাই যাচ্ছে প্রকৃতির মাঝেই কেটেছেন মিমির ছেলেবেলা। তাই হঠাৎই কাজের ফাঁকে ফেলে আসা শৈশবে ফিরে গেলেন মিমি চক্রবর্তী। এবার একেবারে গাছ থেকে আমলকী পাড়তে দেখা গেল যাদবপুরের সাংসদকে। আমলকী পেয়ে বেজায় খুশি মিমি চক্রবর্তী।
এই মুহূর্তে মিমির হাতে একাধিক ছবির কাজ। মিমির ছবি ‘বাজি’ মুক্তি পেয়েছে। এই প্রথমবার জিতের সঙ্গে জুটি বাঁধলেন মিমি। যদিও ছবিটি এতটাই নায়ককেন্দ্রিক যে নায়িকার অভিনয়ের জায়গায় ভীষণ কম। যদিও ‘বাজি’ ছবিতে মিমির গাওয়া গানটি পছন্দ করেছে দর্শক।
এই মুহূর্তে মিমি ব্যস্ত পরিচালক মৈনাক ভৌমিকের ‘মিনি’ ছবির কাজে। এ ছবিতে মিমির চরিত্রের নাম তিতলি। এছাড়াও মিমির সঙ্গে দেখা যাবে একটি বাচ্চা মেয়েকে। এই বাচ্চা মেয়েটিই হলো মিনি। বরাবরই গ্ল্যামার লুকে দেখা গেছে মিমিকে। তবে এই ছবিতে মিমির লুক অন্যান্য ছবির থেকে অনেকটাই আলাদা।
এইচকে