ভারত থেকে অস্কারের দৌড়ে যাচ্ছে কুজাঙ্ঘাল
২০২২ সালের জন্য অ্যাকাডেমি পুরস্কারের মনোনয়নে ভারত থেকে থাকছে তামিল ছবি কুজাঙ্ঘাল।
কুজাঙ্ঘাল সিনেমাটি পরিচালনা করেছেন নয়নতারা ও ভিগ্নেশ শিভান।
টুইটারে ভিগ্নেশ শিভান লিখেছেন, অ্যান্ড দ্য অস্কার গোজ টু…. এ কথা শোনার একটা সুযোগ এসেছে! জীবনের খুব বড় একটা সত্যি স্বপ্ন হওয়ার মাঝে আর মাত্র দুটি ধাপ রয়েছে। এর চেয়ে বেশি আর গর্বিত, এর চেয়ে বেশি খুশি হওয়া যায় না।
অস্কারের মনোনয়নের জন্য ভারত থেকে মোট ১৪টি সিনেমা বাছাই করা হয়েছিল। ১৫ সদস্যের বিচারকমণ্ডলী ওই ১৪টি সিমেনা থেকে কুজাঙ্ঘালকেই বেছে নেন।
তালিকায় থাকা অন্য সিনেমাগুলোর মধ্যে ছিল সর্দার উধাম। বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে ইতোমধ্যে বেশ কিছু পুরস্কার জিতেছে এই সিনেমাটি।
— Vignesh Shivan (@VigneshShivN) October 23, 2021
লস অ্যাঞ্জেলেসে ডলবি থিয়েটারে ২০২২ সালের ২৪ মার্চ ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে বিজয়ীদের হাতে।
এর আগের বছরগুলোতে ভারত থেকে যেসব সিনেমা অস্কারের জন্য বাছাই করা হয়েছিল- জালিকাট্টু, গালি বয়, ভিলেজ রকস্টারস, নিউটন। তবে শেষ পর্যন্ত অস্কারের শর্ট লিস্টে আসেনি সিনেমাগুলোর একটির নামও।
সূত্র : এনডিটিভি।
এনএফ