নায়লা নাঈম এবার থ্রিডি সিনেমার নায়িকা
তরুণ নির্মাতা আহমেদ সাব্বির নির্মাণ করতে যাচ্ছেন দেশের দ্বিতীয় থ্রিডি সিনেমা ‘কমলীবালা দেবী’। এর এতে প্রধান চরিত্রে অভিনয় করবেন মডেল, অভিনেত্রী নায়লা নাঈম। তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
নায়লা নাঈম বলেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে এই সিনেমায় আমি অভিনয় করবো। অভিনয়ের বিষয়ে নির্মাতার সঙ্গে কথা হয়েছে। তবে কাজ নিয়ে খুব ব্যস্ত থাকায় সিনেমার গল্প এখনো শুনতে পারিনি। গল্প শোনার পর সবকিছু চূড়ান্তভাবে জানাতে পারবো।’
নির্মাতা আহমেদ সাব্বির জানান, অষ্টাদশ শতাব্দীর অবিভক্ত বাংলার একটি রাজপরিবারকে নিয়ে এই সিনেমার গল্প। ইতোমধ্যে তারা সিনেমাটি নিয়ে ভারতের মুম্বাইয়ের স্কাইওয়ার্ক স্টুডিওয়ের প্রধান আশিষ মিত্তালের সঙ্গে কথা বলেছেন। তার এর আগে ভারতের ‘রোবট টু’ এবং বাংলাদেশের ‘অলাতচক্র’ সিনেমার থ্রিডি শুটিংসহ অন্যান্য সহায়তা করেছিল।
তিনি আরও জানান, ‘কমলীবালা দেবী’র প্রযোজনা করছেন নিশাত খান শর্মী।
উল্লেখ্য, নায়লা নাঈমের জীবনী নিয়ে এর আগে ‘নায়লা নাঈম দ্য কুইন অব কন্ট্রোভার্সি: পার্ট ওয়ান’ শিরোনামে বই করেছিলেন আহমেদ সাব্বির। গত বছর বইমেলায় গ্রন্থিক প্রকাশনা বইটি প্রকাশ করে।
আরআইজে