এবার বাংলা লিরিকে ‘মানিকে মাগে হিতে’
শ্রীলঙ্কার পপ কুইন ইয়োহানি ডি’ সিলভার গাওয়া ‘মানিকে মাগে হিতে’ গানটি ভারতীয়দের হৃদয়েও ঝড় তুলেছে। তার গাওয়া গানটিকে অনেকেই নিজের মতো করে উপস্থাপন করছেন। ব্যাপক জনপ্রিয়তা পাওয়া গানটির সুরে নতুন গান গাইলেন শিল্পী অর্পণ চক্রবর্তী। সিংহলি এ গানের সুরের সঙ্গে তিনি মেশালেন বাংলা ভাষা। ইতোমধ্যে মুক্তি পেয়েছে গানটি।
‘তোর মনের গহিন গানে কাজল কালো নয়ন জানে আমি কী যে করি...’, ইয়োহানির গানের সুর বাংলা ভাষার মাধ্যমে উপস্থাপনা করতে চেয়েছেন শিল্পী। এদিকে ‘সুকুমারী’-তে রয়েছে র্যাপের মিশ্রণও। গানটির জন্য র্যাপ করেছেন সিজি এবং গানটি লিখেছেন ও গেয়েছেন অর্পণ চক্রবর্তী। গানে ‘সুকুমারী’ হিসেবে দেখা গেছে ঋত্বিকা নাথকে।
গানটির ভিডিও তৈরির ক্ষেত্রে ক্রিয়েটিভ ডিরেক্টরের ভূমিকায় দেখা গেছে আর জে মানালিকে। রিয়েল লাইভ পার্টনার অর্পণ এবং মানালি মিলে তৈরি করেছেন পর্দার ‘সুকুমারী’।
শ্রীলঙ্কার পপ কুইন ইয়োহানি ডি’ সিলভার গাওয়া গানের বাংলা সংস্করণে ওয়েস্টার্ন ছোঁয়া এনেছেন সিজি। কতটা চ্যালেঞ্জিং ছিল ‘সুকুমারী’-র জন্য র্যাপ করা? জবাবে সিজি জানান, অরিজিনাল গানটা যখন জনপ্রিয়তা পাচ্ছিল তখন থেকেই কলেজের বন্ধুরা তাকে এ গানের নতুন ভার্সন তৈরির জন্য বলছিলেন। সেই সময়ই অর্পণ তাকে ‘সুকুমারী’-র জন্য র্যাপ গাওয়ার সুযোগ দেন। সিজির কথায়, ‘ভাষার গণ্ডি পেরিয়ে এ গান ছুঁয়েছিল সবার মন। নতুন এ ভার্সনও আশা করি মানুষ গ্রহণ করবে।’
এ গান প্রসঙ্গে মানালি জানান, অর্পণ মূলত লোকগীতি গাইলেও অন্য গানও অনেক ভালো গায়। গানটির লিরিকও তারই লেখা। অরিজিনাল গানের থেকে সুর সংগ্রহ করলেও ‘সুকুমারী’-তে রয়েছে ষোল আনা বাঙালিয়ানা।
‘মানিকে মাগে হিতে’ গানটি ইউটিউবে মুক্তি পায় গত ২২ মে। রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে গানটি। শ্রীলঙ্কার এ গানের অর্থ প্রথমে বিন্দুমাত্র বুঝতে পারেননি বেশিরভাগ মানুষই। কিন্তু তাতে জনপ্রিয়তায় সামান্যতমও ভাটা পড়েনি। বরং নিমেষে ভাইরাল হয়েছিল গানটি। বিদেশের এ গানের সঙ্গে লোকসংগীত মিশিয়ে দর্শকদের কাছে উপস্থাপনা করেছেন অনেকেই।
সূত্র: এই সময়
এসএসএইচ