‘মুসলিম বলেই আমার পোশাক নিয়ে এত কটাক্ষ’
গতকাল ১৮ সেপ্টেম্বর শেষ হয়েছে ভারতীয় রিয়্যালিটি শো ‘ওটিটি বিগবস’। যার চ্যাম্পিয়ন হয়েছেন দিব্যা আগারওয়াল। আর এই শোর অন্যতম বিতর্কিত প্রতিযোগী ছিলেন ভারতীয় টিভি অভিনেত্রী উরফি জাভেদ। বিগ বসের ঘরে ঢোকার আগেই অন্তর্বাস ছাড়া ছবি শেয়ার করা সবাইকে চমকে দিয়েছিলেন তিনি।
সেই সময় তাকে নিয়ে আলোচনাও কম হয়নি। যদিও বিগবস ওটিটি থেকে প্রথম সপ্তাহেই এলিমিনেট হয়ে যান তিনি। তারপর একাধিক বিতর্কের কারণে খবর এসেছেন। এবার নিজের ধর্মকে টেনে এনে করলেন ‘বিস্ফোরক মন্তব্য’।
ডেনিম শর্ট জ্যাকেটে উরফি দেখা দিয়েছিলেন বিমানবন্দরে। সেই সময় তার পোশাক নিয়ে হয়েছিল কড়া সমালোচনা। এমনকী, জাভেদ আখতারের নাতনি মনে করে ঠাট্টা করেছিলেন কেউ কেউ। যা নিয়ে শাবানা আজমিও প্রতিবাদ করেছিলেন।
এবার উরফি জানালেন, তিনি মুসলিম বলেই তার পোশাক নিয়ে এত কটাক্ষ করা হয়। গণেশ আরতির সময় উরফি পরেছিলেন একটি ফিনফিনে কুর্তি। সে নিয়েও জবরদস্ত সমালোচনা হয়েছিল। যদিও উরফির দাবি, ‘বিকিনি বা শর্ট স্কার্ট পরে তো যাইনি। সাধারণ কুর্তি পরেছিলাম। আমি বুঝে গিয়েছি, আমি যা করব তা নিয়েই কথা হবে।’
উরফি জানিয়েছেন, তিনি রক্ষণশীল মুসলিম পরিবারের সন্তান বলে বহু বছর নিজের পছন্দমতো পোশাক পরতে পারেননি। জিনস পরায় বাধা ছিল। বুক ঢাকতে হতো ওড়নায়। তাই উরফির সাফ কথা, পোশাকের ব্যাপারে আর কোনও বাধা মানবেন না তিনি।
উরফি মনে করেন, দৃষ্টি আকর্ষণের জন্য খোলামেলা পোশাক পরা কোনও ভুল নয়। এমনকী, বেশিরভাগ তারকারাই তেমনটা করে থাকেন। তার কথায়, ‘এয়ারপোর্টে যে পোশাক আমি পরেছিলাম, তা সাধারণ একটি স্পোর্টস অন্তর্বাস। তার ওপরে জিনসের জ্যাকেট। কিন্তু সেই ছবি নিয়ে এমন শোরগোল উঠল, যেন আমি কাউকে খুন করেছি।’
হিন্দুস্তান টাইমস
আরআইজে