অতিরিক্ত মদ্যপানে হলিউড অভিনেতার মৃত্যু?
হলিউডের তারকা মাইকেল কেনিথ উইলিয়ামস মারা গেছেন। সোমবার (৬ সেপ্টেম্বর) ব্রুকলিনের নিজ বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার বয়স হয়েছিল ৫৪ বছর। নিউ ইয়র্ক পুলিশের ধারণা অতিরিক্ত মাদক সেবনের কারণেই তার মৃত্যু হয়েছে।
অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার মুখপাত্র মারিয়ান্না সাফরান। তিনি বলেন, ‘কেনিথ উইলিয়ামসের মৃত্যুকে তার পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছে।’
পুলিশ ধারণা করছে, অতিরিক্ত হিরোইন সেবনের ফলে মৃত্যু হয়েছে অভিনেতার। তবে তথ্যটি নিশ্চিত করা হয়নি। মৃত্যুর আসল কারণ জানানো হবে ময়নাতদন্তের পর।
উল্লেখ্য, এইচবিওর জনপ্রিয় সিরিজ ‘দ্য ওয়্যার’-এ ‘ওমর লিটল’ চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান মাইকেল কেনিথ উইলিয়ামস। এছাড়াও তিনি কাজ করেছেন মার্টিন স্করসিসের ‘ব্রিঙ্গিং আউট দ্য ডেড’সহ (১৯৯৯) হলিউডের একাধিক সিনেমায়।
সূত্র : হলিউড রিপোর্টার