আনন্দের মুহূর্তে এলো সে দুঃখের সংবাদ: সাইমন
বাংলা সিনেমার উজ্জ্বল নক্ষত্র, ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহ’র ২৫তম মৃত্যুবার্ষিকী আজ ৬ সেপ্টেম্বর। ১৯৯৬ সালের এই দিনে ঢাকার ইস্কাটনে নিজ বাসায় ফ্যানের সঙ্গে সালমান শাহ’র ঝুলন্ত লাশ পাওয়া যায়। এই দিনে সালমান শাহকে স্মরণ করছে সিনেমাপ্রেমী অগণিত মানুষ।
তাদের মধ্যে রয়েছেন ঢাকাই সিনেমার বর্তমান সময়ের নায়ক সাইমন সাদিকও। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় সালমান শাহ’র প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেন ‘পোড়া মন’ খ্যাত এই নায়ক।
ভিডিওবার্তায় সাইমন বলেন, 'দিনটা ছিল শুক্রবার জুমার দিন। জুমা শেষে সবাই বসে থাকতো বিটিভির সামনে সিনেমা দেখতে। সে আনন্দের মুহুর্তে সারা বাংলাদেশে একটা দুঃখের সংবাদ এলো। ভেসে এলো কান্না, আমাদের সালমান শাহ নেই। তিনি মারা গেছেন। চলে গেছেন পরকালে। সেই দুঃখ ২৫ বছর ধরে আজও বয়ে বেড়াচ্ছি।’
এই নায়কের ভাষায়, ‘সালমান শাহ’র সিনেমাগুলো সেই ৯০ দশক থেকে ২০২১ সাল- প্রত্যেক তরুণ তরুণীর কাছে আজও জায়গা করে আছে ভালাবাসায়, শ্রদ্ধায়।’
তিনি আরও বলেন, ‘আমি জানি না দেশের আর কোনো তারকা এভাবে ভালোবাসা শ্রদ্ধা পেয়েছে কি না। আরও একশো-দুইশত বছর পরে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠবেন। হয়ে উঠবেন মহা তারকা হয়ে। তার মৃত্যু নিয়ে যে জটিলতা তা এখনও কাটেনি। সালমান ভক্তরা বিশ্বাস করে, তাদের মনে এখনও তিনি আছেন। আপনি ভালো থাকুন সালমান শাহ, আপানকে আমরা অনেক ভালোবাসি।'
উল্লেখ্য, সালমান শাহর সিনে ক্যারিয়ার শুরু হয়েছিল ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে। এই সিনেমার আকাশচুম্বী সাফল্য তাকে রাতারাতি তারকা বানিয়ে দেয়। পরবর্তী তিন বছরে তিনি মোট ২৭টি সিনেমায় কাজ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- ‘অন্তরে অন্তরে’, ‘সুজন সখি’, ‘বিক্ষোভ’, ‘প্রেমযুদ্ধ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘আশা ভালোবাসা’, ‘এই ঘর এই সংসার’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘সত্যের মৃত্যু নাই’, ‘জীবন সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘স্বপ্নের নায়ক’ ইত্যাদি।
আরআইজে