লোকসঙ্গীত শিল্পী কিশোর কৃষ্ণ রায় আর নেই
রংপুর অঞ্চলের জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী ও ঠাকুরগাঁও বেতারের নিয়মিত কণ্ঠশিল্পী কিশোর কৃষ্ণ রায় (তারাপদ) আর নেই।
বুধবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় শারীরিক অসুস্থতাজনিত কারণে নিজ বাড়িতে তিনি মারা যান। কিশোর কৃষ্ণ রায়ের বাড়ি নীলফামারী সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের নিজপাড়া গ্রামে।
মৃত্যুর তথ্যটি নিশ্চিত করে রংপুর বেতারের কণ্ঠশিল্পী মাইকেল এন্ড্রু ঢাকা পোস্টকে বলেন, কিশোর দাদা নীলফামারীসহ উত্তরাঞ্চলে একজন জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী। দীর্ঘদিন ধরে গান পরিবেশন করে তিনি শ্রোতাদের ভালোবাসা পেয়েছেন।
কিশোর কৃষ্ণ মূলত লোকগানের শিল্পী। তিনি ভাওয়াইয়া, মাটিয়া গান গেয়ে মুগ্ধতা ছড়িয়েছেন। ঠাকুরগাঁও বেতারের পাশাপাশি নীলফামারী শিল্পকলা একাডেমি, তথ্য অফিসসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সামাজিক সচেতনতামূলক গানও পরিবেশন করতেন তিনি।
তার মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আহসান রহিম মঞ্জিল, জেলা কালচারাল অফিসার কাজী আরিফ হোসেন, আবৃত্তি প্রশিক্ষক আব্দুল বারী প্রমুখ।
মাহমুদ আল হাসান রাফিন/এইচকে