আবারও গাইলেন ফজলুর রহমান বাবু
অভিনেতা হিসেবেই বেশি জনপ্রিয় ফজলুর রহমান বাবু। তবে গান দিয়েও শ্রোতাদের মুগ্ধ করে থাকেন। মঙ্গলবার (১২ জানুয়ারি) বছরের প্রথম গান প্রকাশিত হয়েছে তাঁর। শিরোনাম ‘ভবেব মায়া’। স্টুডিও ভার্সন ভিডিও আকারে এটি উন্মুক্ত করা হয়েছে ইউটিউব চ্যানেল 'রোজমেরি মিউজিক'-এ।
গানটির কথা লিখেছেন সাংবাদিক আরিফ মজুমদার। সুর ও সংগীতায়োজনে মহিদুল হাসান মুন। ভিডিও নির্মাণ করেছেন শিউল বাবু।
গানের কথাগুলো এমন-‘শ্বেত বসনে মাটির ঘরে আজ রয়েছি পড়িয়া/ কেউ না আমায় করলো স্মরণ নিরবে কান্দিয়া/ ও সাধেরও দেহখানি কীটপতঙ্গে খাইলোরে খুঁটিয়া/ কেউ না আমায় করলো স্মরণ নিরবে কান্দিয়া/ ভবের মায়ায় মিছে আশায় মগ্ন ছিলাম এতো/ভাবনাতেও কঠিন ছিলো রবো নিদ্রারত/ চরম ভুলে দিনে দিনে একটা জীবন গত/ কান্নাতেও নেই তো সাড়া বন্ধু-স্বজন যত!’
ফজলুর রহমান বাবু জানান, গানটি খুবই শ্রুতিমধুর। নিজের ভালোলাগা থেকেই তিনি এটি গেয়েছেন।
রোজমেরি মিউজিকের কর্ণধার সালেহ আলম বলেন, ‘অভিনয়টা মূল কাজ হলেও বাবু ভাইয়ের গানের ভক্তও কম নয়। সেই ভাবনা থেকেই তার সঙ্গে কাজটি করা। আমাদের বিশ্বাস শ্রোতারা পছন্দ করবেন।’
উল্লেখ্য, ফজলুর রহমান বাবু অভিনয় এবং গান দুটোই সমানতালে চালিয়ে যাচ্ছেন।
আরআইজে