৪২৩ কোটি টাকার মালিক সনু নিগম!
বলিউডের অন্যতম সফল কণ্ঠশিল্পী সনু নিগম। মাত্র ৪ বছর বয়সে সংগীতচর্চা শুরু করেছিলেন তিনি। তবে পেশাদার সংগীত জীবন শুরু করেন ১৯৯৩ সালে। ‘আজা মেরি জান’ সিনেমার ‘ও আসমান ওয়ালে’ ছিল তার প্রথম প্লেব্যাক।
এরপর ধীরে ধীরে সনু হয়ে ওঠেন বলিউডের প্রথম সারির গায়ক। হিন্দির পাশাপাশি তিনি বাংলা, তেলেগু, তামিল, মারাঠি, নেপালি, মালায়লাম, তুলু, গুজরাটি, কন্নড় নানান ভাষায় গান করেছেন। বিখ্যাত মোহাম্মদ রফির মতো গান করেন বিধায় তাকে বলা হয় ‘মডার্ন রফি’।
সনু নিগম তার লম্বা ক্যারিয়ারে বহু নন্দিত গান গেয়েছেন। ছুঁয়েছেন সাফল্যের সর্বোচ্চ আকাশ। যার ফলে খ্যাতি আর অর্থ দু’হাতে কামিয়েছেন । ভারতীয় একটি সংবাদমাধ্যমের মতে, সনুর বর্তমান সম্পদের পরিমাণ প্রায় সাড়ে ৪০০ কোটি টাকা!
একাধিক ওয়েবসাইটে উল্লেখ রয়েছে, ২০২১ সাল নাগাদ সনু নিগম ৫০ মিলিয়ন ডলারের মালিক। যা বাংলাদেশি মুদ্রায় ৪২৩ কোটি টাকারও বেশি!
গানের পাশাপাশি সনুর কিছু ব্যবসাও রয়েছে। সব মিলিয়ে বর্তমানে তিনি প্রতি মাসে ২ কোটি রুপি আয় করেন বলে জানা যায়। অতীতে ফরিদাবাদে বসবাস করলেও পরিবার নিয়ে তিনি অনেক দিন ধরেই মুম্বাইতে বিলাসবহুলে একটি বাংলোতে থাকেন।
সনু নিগমের গাওয়া উল্লেখযোগ্য কয়েকটি গান হলো-‘বোলে চুড়িয়া’, ‘আভি মুঝমে কাহি’, ‘মেরে হাত মে’, ‘কাল হো না হো’, ‘অ্যায়সা দিওয়ানা’, ‘সাব কুছ ভুলা দিয়া’, ‘তুমসে মিলকে দিলকা’, ‘হার এক ফ্রেন্ড’, ‘সান্দেসে আতে হে’, ‘তুঝকো হি দুলহান বানাউঙ্গা’, ‘আঁখিও সে গোলি মারে’, ‘মুঝসে শাদি কারোগি’, ‘দিল নে ইয়ে কাহা হে দিল সে’ ইত্যাদি।
কেআই/আরআইজে